স্পোর্টস ডেস্ক

১৮ মার্চ, ২০২৪ ১৭:৫৭

তানজিদের ফিফটির পর রিশাদ-ঝড়ে সিরিজ জিতল বাংলাদেশ

ক্রিজে গিয়ে প্রথম বলেই ছক্কা হাঁকালেন রিশাদ হোসেন। পরে একই ছন্দ ধরে রেখে তুলোধুনা করলেন শ্রীলঙ্কার বোলারদের। তার বিস্ফোরক ব্যাটিংয়ে ত্বরান্বিত হলো বাংলাদেশের জয়। একই সঙ্গে সিরিজ জিতল স্বাগতিকরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারাল বাংলাদেশ। ২৩৬ রানের লক্ষ্যে ৫৮ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।

রান তাড়ায় শুরুতে দলকে এগিয়ে দেন তানজিদ হাসান। সৌম্য সরকারের কনকাশন বদলি হিসেবে সুযোগ পেয়ে ক্যারিয়ার সেরা ইনিংসে ৮৪ রান করেছেন বাঁহাতি ওপেনার। ৮১ বলে ৯ চারের সঙ্গে মেরেছেন ৪টি ছক্কা।

শেষ দিকে ১৮ বলে ৪৮ রানের ক্যামিও ইনিংস খেলেছেন রিশাদ।দুজনের ব্যাটে দ্বিতীয়বারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ।

রিশাদ হোসেনের ঝড়ে সপ্তম উইকেটে স্রেফ ২১ বলে পঞ্চাশ রানের জুটি পেল বাংলাদেশ।

এর মধ্যে ৪০তম ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে রিশাদ নিয়েছেন ২৪ রান। ২ ছক্কায় ওভার শুরুর পর টানা ৩টি চার মারেন রিশাদ। শেষ বল ডট খেলেন তিনি।

লক্ষ্যে পৌঁছার সময় রিশাদ অপরাজিত ছিলেন ৪৮ রানে, আর মুশফিকুর রহিম খেলেন ৩৬ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস।  রিশাদের ১৮ বলের বিস্ফোরক ইনিংসে ছিল চারটি ছক্কা ও পাঁচটি চারের মার। 

আপনার মন্তব্য

আলোচিত