স্পোর্টস ডেস্ক

১২ জুন, ২০২৪ ০৮:৪২

লেবাননের কাছে হেরে বিশ্বকাপ বাছাই শেষ বাংলাদেশের

বিশ্বকাপ বাছাইপর্বে লেবাননের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

দোহায় খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে লেবানন অধিনায়ক হাসান মাসতুকের হ্যাটট্রিকে ৪-০ গোলে হেরেছে বাংলাদেশ।

গোলের শুরু হয় ম্যাচের পঞ্চম মিনিট থেকে। হাসান মাসতুক পেনাল্টিতে সহজে পরাস্ত করেন বাংলাদেশ গোলকিপার মিতুল মারমাকে।

প্রথমার্ধের যোগ করা সময়ে বাংলাদেশের দুই ডিফেন্ডার শাকিল ও তপুর ফাঁক গলে নাদের মাতার ব্যবধান দ্বিগুণ করেন।

৪৯ মিনিটে বাংলাদেশের রক্ষণের আরেকটি দুর্বলতায় হাসান মাসতুক সহজে গড়ানো শটে ৩-০ করেন। লেবাননের হয়ে এটি ছিল তার বিদায়ী ম্যাচ। পরপরই নিজের বিদায়ী ম্যাচে হ্যাটট্রিক করেছেন লেবাননের ‘নাম্বার সেভেন’। ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছেন তিনি হ্যাটট্রিকের মাধ্যমে।

এই পরাজয়ে ২০২৬ বিশ্বকাপে চার দলের ‘আই’ গ্রুপে বাংলাদেশ ৬ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে সবার নিচে থাকল। ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় লেবানন।

তৃতীয় ও চতুর্থ দল আগামী বছর মার্চ থেকে সেপ্টেম্বরে মধ্যে অনুষ্ঠেয় ২০২৭ এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে পারবে। বাংলাদেশের গ্রুপের শীর্ষ দুই দল অস্ট্রেলিয়া ও ফিলিস্তিন উঠে গেছে বিশ্বকাপের তৃতীয় রাউন্ডে।

লেবাননের সঙ্গে বাংলাদেশ এই এক বছরের মধ্যে তিনবার মুখোমুখি হয়েছে। গত বছর বেঙ্গালুরু সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হার ২-০ গোলে। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বে ঢাকায় ১-১ গোলে ড্র হয়েছিল ম্যাচ।

বাংলাদেশ একাদশ: মিতুল, তপু, তারিক, শাকিল, সাদ উদ্দিন, ইসা ফয়সাল, সোহেল রানা, জামাল, মোহাম্মদ হৃদয় , শেখ মোরছালিন, রাকিব হোসেন।

আপনার মন্তব্য

আলোচিত