স্পোর্টস ডেস্ক

১০ জুলাই, ২০২৪ ০২:৫৪

ফ্রান্সকে হারিয়ে ইউরোর ফাইনালে স্পেন

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন।

মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনোয় প্রথম সেমিফাইনালে স্পেন ২-১ গোলে বিজয়ী হয়।

ম্যাচের নবম মিনিটে কিলিয়ান এমবাপের ক্রস থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে নেন কুলু মুয়ানি।

ম্যাচের ২১তম মিনিটে লামিন ইয়ামালের দুরন্ত শটে সমতায় ফেরে স্পেন।

এর চার মিনিট পর স্পেনকে গোল করে এগিয়ে নেন দানি ওলমো।

ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে কাল মুখোমুখি হবে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস।

আপনার মন্তব্য

আলোচিত