স্পোর্টস ডেস্ক

১১ জুলাই, ২০২৪ ০৩:১২

নেদারল্যান্ডসকে হারিয়ে ইউরোর ফাইনালে ইংল্যান্ড

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ইংল্যান্ডকে।

ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে বুধবার রাতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড ২-১ গোলে হারায় নেদারল্যান্ডসকে।

এনিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরোর ফাইনালে উঠল গ্যারেথ সাউথগেটের দল। গতবার ইংলিশরা ফাইনালে হেরেছিল ইতালির কাছে।

ম্যাচের সপ্তম মিনিটে জাভি সিমন্সের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস।

খেলায় সমতা ফিরতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ১৮তম মিনিটে হ্যারি কেইনের পেনাল্টিতে সমতায় ফেরে ইংলিশরা। ডি-বক্সের ভেতরে হ্যারি কেইন ভলি নেওয়ার সময় ডামফ্রিস তার পায়ে আঘাত করলে পেনাল্টি পায় ইংল্যান্ড। তৎক্ষণাৎ রেফারির চোখ সেটা এড়িয়ে গেলেও ভিএআর-এর মনিটর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া হয়।

এরপর দুই দল বেশ কয়েকবার গোলের কাছাকাছি গেলেও গোল হয়নি।

ম্যাচ যখন এগুচ্ছিল শেষের বাঁশির দিকে। তখনই নাটকীয়তা। ৯০তম মিনিটে নেদারল্যান্ডসকে হতাশায় পুড়িয়ে গোল করে বসেন মাত্র নয় মিনিট আগে হ্যারি কেইনের বদলি নামা ওলে ওয়াটকিনস। রাইস কোরি পালমারের দিকে বল বাড়ালে, তিনি বল দেন ওয়াটকিনসকে। বদলি নামা এই ফরোয়ার্ডের দুরন্ত শট সবাইকে ফাঁকি দিয়ে কাঁপায় নেদারল্যান্ডসের জাল।

এই গোলে ইংল্যান্ডকে ফাইনালে নেওয়ার পাশাপাশি ওয়াটকিনস অর্জন করেন ম্যাচ সেরার পুরস্কার।

আগামী রোববার দিনগত রাত ১টায় বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে স্পেন ও ইংল্যান্ড ইউরোর শিরোপা লড়াইয়ে নামবে।

আপনার মন্তব্য

আলোচিত