স্পোর্টস ডেস্ক

৩১ জুলাই, ২০২৪ ১৩:১১

সেই ফ্রান্সকেই প্রতিপক্ষ হিসেবে পেল আর্জেন্টিনা

ফুটবল দিয়ে এখন স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে ফ্রান্স ও আর্জেন্টিনার মধ্যে। ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে ফরাসিদের হারিয়ে ৩৬ বছরের ট্রফি খরা কাটিয়েছিল আর্জেন্টাইনরা। তারপর তাদের সমর্থকরা বিদ্রুপাত্মক গান গেয়েছিল ফ্রান্সের খেলোয়াড়দের নিয়ে। সম্প্রতি কোপা আমেরিকা জয়ের পর আর্জেন্টাইন খেলোয়াড় এনজো ফের্নান্দেজ একই গান গাইলে নতুন করে শত্রুতা তৈরি হয়। অবশ্য পরে ক্ষমাও চান তিনি।  

এবারের অলিম্পিক হচ্ছে ফ্রান্সে, সেই আর্জেন্টিনা এবার সেখানে গিয়ে তোপের মুখে পড়েছে। দুই দলের মধ্যে যুদ্ধাবস্থা। এবার তা আরও চরম আকার ধারণ করলো কোয়ার্টার ফাইনালে দুই দলের মুখোমুখি লড়াই।

আগামী শুক্রবার ফ্রান্স ও আর্জেন্টিনা ছেলেদের ফুটবলে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামবে। মঙ্গলবার ফ্রান্স ৩-০ গোলে নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। তার আগে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে গ্রুপের রানার্সআপ হয়েছে আর্জেন্টিনা।

প্রথম দুটি ম্যাচ জেতা ফ্রান্স নিউজিল্যান্ডের বিপক্ষে ড্র করলেই শেষ আট নিশ্চিত করতে পারতো। তবে জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা। মার্শেইয়ে অধিনায়ক জ্যা ফিলিপ মাতেতা, মিডফিল্ডার ডিসায়ার দো ও ফরোয়ার্ড আরনোড কালিমুয়েদোর গোলে থিয়েরি অঁরির দল তিন ম্যাচের তিনটিই জিতেছে।

আপনার মন্তব্য

আলোচিত