স্পোর্টস ডেস্ক

০৪ ফেব্রুয়ারি , ২০১৬ ২২:১০

ক্রিকেটে তিন মোড়লের ‘মোড়লগিরি’র অবসান হচ্ছে

ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবেই বিগ থ্রি বা 'তিন মোড়ল প্রথা' বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার দুবাইয়ে আইসিসির কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে আইসিসি’র চেয়ারম্যান যেকোনো সদস্য দেশ থেকে নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি হবে। একইসঙ্গে আইসিসির সবচেয়ে ক্ষমতাধর নির্বাহী এবং অর্থ-বাণিজ্য সংক্রান্ত দুই কমিটি থেকেও তিন দেশের স্থায়ী সদস্যপদ প্রত্যাহার করা হবে।

সর্বোপরি ক্রিকেটে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের আধিপত্য বিলুপ্ত হবে।

আইসিসির বিবৃতিতে বলা হয়, সকল সদস্য দেশের জন্য কার্যকর ও উপযুক্ত সুশাসন, আর্থিক ও ক্রিকেটীয় কাঠামো প্রতিষ্ঠার জন্য ২০১৪ সালে নেয়া আইসিসির বিভিন্ন সিদ্ধান্ত ও সাংবিধানিক পরিবর্তন পর্যালোচনা করা হবে।

বিগ থ্রি বা তিন মোড়ল পদ্ধতিতে আইসিসির চেয়ারম্যান পদ শুধু ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের জন্যই বরাদ্দ ছিলো।

২০১৫ সালে শশাংক মনোহর আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেয়ার পর থেকেই তিনি ‘তিন মোড়ল’ প্রথা বাদ দেয়ার উদ্যোগ গ্রহণ করেন। 

আপনার মন্তব্য

আলোচিত