স্পোর্টস ডেস্ক

১৪ অক্টোবর, ২০১৯ ২১:৫৮

আইসিসির সদস্য পদ ফিরে পেল জিম্বাবুয়ে

ক্রিকেট বোর্ডের ওপর দেশের সরকার হস্তক্ষেপ করায় গত জুলাইয়ে জিম্বাবুয়ের আইসিসির সদস্যপদ কেড়ে নেওয়া হয়েছিল। এর তিন মাসের মাথায় আইসিসি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে জিম্বাবুয়ের আইসিসি সদস্যপদ ফিরিয়ে দিয়েছে।

দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় এ সিদ্ধান্ত হয়। আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর, প্রধান নির্বাহী মনু সওহনি, জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তভেঙ্গওয়া মুকুহলানি, জিম্বাবুয়ের ক্রীড়ামন্ত্রী কেরস্টি কোভেন্ট্রির সঙ্গে বৈঠকের পর সদস্য ফিরে দেয়া হয়।

আইসিসির এক বিবৃতিতে চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বলেন, জিম্বাবুয়ে ক্রিকেট পুনরুদ্ধারে প্রতিশ্রুতি দেয়ার জন্য আমি জিম্বাবুয়ের ক্রীড়া প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি আইসিসির শর্তগুলো নিঃশর্তভাবে মেনে নিয়েছেন।

জিম্বাবুয়ের ক্রিকেটকে জনপ্রিয় করতে আইসিসির সর্বোচ্চ চেষ্টা থাকবে বলে উল্লেখ করেন শশাঙ্ক।

আপনার মন্তব্য

আলোচিত