সিলেটুডে স্পোর্টস ডেস্ক

১৫ ফেব্রুয়ারি , ২০১৫ ১৩:২৯

পাকিস্তানকে ৩০১ রানের টার্গেট দিল ভারত

অফ ফর্মে থাকা ভারতীয় বোলিং লাইনআপ ব্যটিং পিচে এই স্কোর সামাল দিতে পারে কীনা সেটাই এখন দেখার বিষয় ।

টস জিতে ব্যাটিং নেয়া ভারত ৩৪ রান তুলতেই প্রথম উইকেট  হারায় । ১৫ রান করে সোহেল খানের বলে মিসবাউল হকের হাতে সহজ ক্যাচ তোলে দেন  রোহিত শর্মা ।
এরপরই দৃশ্যপটে আসেন ভারতীয় ক্রিকেটের 'সুপারবয়' বিরাট কোহলি । প্রথমে শেখর ধাওয়ানের সাথে  ১২৯ রানের জুটি গড়ে বড় স্কোরের ইঙ্গিত দেন। এই জুটি ভাঙ্গে শেহজাদের থ্রোতে রানআউটের ভুল বোঝাবুঝিতে ।

পাকিস্তানি সমর্থকরা যখন ভাবছিলেন ম্যাচে ফিরবে পাক বোলাররা তখনই  সুরেশ রায়না নিয়ে ঠান্ডা মাথায় ইনিংস এগিয়ে নিতে থাকেন কোহলি ।
১১৯ বলে ৭টি চারের সাহায্যে ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরি করে আবারও ভারতকে উপরে তোলে নেয়ার কাজটা সেরে নেন শচীন পরবর্তী সময়ে ভারতের সবচেয়ে বড় ব্যাটিং ভরসা কোহলি ।
কোহলি ১২৬ বলে ১০৭ রান করে সোহেল খানের বলে আউট হয়ে ফিরে গেলেও সুরেশ রায়না খেলছিলেন তার মতই ।
আউট হবার আগে ৫৬ বলে ৩ টি ৬ এবং ৫টি চারের সাহায্যে ঝড়ো ৭৪ রান করে দলের বড় সংগ্রহের যোগান ভালোমতই দিয়ে গেছেন সম্প্রতি খারাপ সময় কাটানো রায়না ।

শেষের দিকে অধিনায়ক ১৩ বলে ১৮ রান করলেও সোহেল খান দ্রুত ২টি উইকেট তোলে ভারতকে ঠিক ৩০০ রানে আটকে রাখেন ।
সোহেল খান ১০ ওভার বল করে ৫৫ রান খরচায় ৫টি উইকেট দখল করে নেন ।

অফ ফর্মে থাকা ভারতীয় বোলিং লাইনআপ ব্যটিং পিচে এই স্কোর সামাল দিতে পারে কীনা সেটাই এখন দেখার বিষয় ।


 

আপনার মন্তব্য

আলোচিত