স্পোর্টস ডেস্ক

১৩ মার্চ, ২০১৬ ২৩:১০

ওমান জিতলে খুশি হবে ক্রিকেট : আশ্বিন

ঘরের মাঠে গত বছরের জুনে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ দল। ওই সিরিজে অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন খেলা সত্ত্বেও সিরিজ হেরেছিল (২-১ ব্যবধানে) ভারত। তারপর থেকে বাংলাদেশের বিপক্ষে ভীষণ সতর্ক মহেন্দ্র সিং ধোনির দল।

রোববার ধর্মশালায় বাছাই পর্বের ম্যাচে ওমানের বিপক্ষে খেলতে নামে মাশরাফিরা। তবে এ ম্যাচে ওমানের জয় কামনা করছেন অশ্বিন।

টেস্ট দল জিম্বাবুয়েকে পেছনে ফেলে সুপার টেনে জায়গা করে নিয়েছে আফগানিস্তান। তাই আরেক টেস্ট দল বাংলাদেশের বিদায় দেখতে চান অশ্বিন। ভারতীয় এই অফ স্পিনার ওমানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের আগে টুইট করে এমনটাই আশা করেছেন।

সেখানে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ বনাম ওমান ম্যাচ দেখতে তর সইছে না আমার। যদি বাংলাদেশ জিতে তবে সারা দেশই খুশি। কিন্তু যদি ওমান জিতে তাহলে ক্রিকেট খুশি।’

অশ্বিনের এই বিষয়টি বাংলাদেশের সমর্থকরা ভালো চোখে দেখছেন না। টাইগার ভক্ত-সমর্থকদের অভিযোগ, টুইটে স্পষ্ট ইঙ্গিত অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হওয়ায় হয়তো ওমানকেই সমর্থন করছেন অশ্বিন।

কারণ রোবারের এ ম্যাচে জয়ী দলের সঙ্গে সুপার টেনে ভারতের বিপক্ষে একটি ম্যাচ খেলবে। সেখানে যদি বাংলাদেশ হয় তাহলে স্বাগতিকদের মাথা ব্যাথার কারণ হতে পারে।

আপনার মন্তব্য

আলোচিত