স্পোর্টস ডেস্ক

১৪ মার্চ, ২০১৬ ২২:০২

সাকিবকে ছাপিয়ে বাংলাদেশের সেরা আল-আমিন

সব সংস্করণেই সাকিব আল হাসানই বাংলাদেশের সেরা বোলার, আইসিসির র‍্যাংকিং তাই বলছিল তবে এবার টি-টোয়েন্টি ফরম্যাটে সাকিবকে প্রথমবারের মত ছাপিয়ে গেলেন আল-আমিন হোসেন।

সদ্য প্রকাশিত আইসিসি র‌্যাঙ্কিংয়ে ঘটেছে এই ঘটনা। বল হাতে বাজিমাত করেছেন এই টাইগার পেসার। সাকিবকে ছাপিয়ে উঠে এসেছেন ছ’নম্বরে। সাকিব আটে।

আল আমিনের এই উত্থান কিন্তু চোখে পরার মতো। মাত্র আড়াই মাসে তিনি উঠেছেন ৩৭ ধাপ। যেটা প্রায় অসম্ভব। কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন তিনি। বছরের শুরুতে আল আমিনের র‌্যাঙ্কিং ছিল ৪৩। এশিয়া কাপে দুরন্ত বল করে ১৫ নম্বরে উঠে এসেছিলেন তিনি। আর বিশ্বকাপের শুরুতেই উঠে এলেন প্রথম দশে। সাকিবকে ছাপিয়ে তিনিই বাংলাদেশের সেরা বোলার। সাকিব নয় থেকে উঠে এসেছেন আটে। বোলিংয়ে এগিয়েছেন মাশরাফি ও তাসকিন। ৩০ নম্বরে রয়েছেন মাশরাফি ও তাসকিন রয়েছেন ৭০ নম্বরে।

ব্যাটসম্যানদের মধ্যে অবশ্য প্রত্যাশা মতোই উঠে এসেছেন তামিম ইকবাল। ৫০ এর বাইরে চলে যাওয়া তামিম চলে এসেছেন ৩৩ নম্বরে। ব্যাটিংয়ে সেরা বাংলাদেশের সাব্বির রহমান রয়েছেন ১৮ নম্বরে।

আপনার মন্তব্য

আলোচিত