ক্রীড়া প্রতিবেদক

১৪ মার্চ, ২০১৬ ২৩:৫৩

কলকাতায় পৌঁছেছে বাংলাদেশ দল

কলকাতায় ডিনার সেরে ক্রিকেটারদের সেলফি, ছবি: মুশফিকের ফেসবুক পেজ থেকে

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে কলকাতায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।  

ধর্মশালা থেকে সোমবার স্থানীয় সময় দুপুর দেড়টায় দিল্লীর বিমান ধরে বাংলাদেশ দল। ১ ঘণ্টা ৪০ মিনিটের বিমান ভ্রমণ শেষে দিল্লীতে পৌঁছায় বাংলাদেশ। সেখানে এক ঘন্টার বিরতি দিয়ে কলকাতার বিমান ধরেন টাইগাররা। দুই ঘণ্টার ভ্রমণ শেষে সন্ধ্যা ছয়টা দশ মিনিটে কলকাতায় পৌঁছে বাংলাদেশ দলকে বহনকারী বিমান।

তবে দলের সাথে কলকাতা আসেননি তাসকিন আহমেদ। তাসকিনকে নিয়ে বোলিং কোচ হিথ স্ট্রিক গেছেন চেন্নাইতে। আজ রাতেই সেখানকার ল্যাবে তাসকিনের পরীক্ষা হবার কথা। সব ঠিক থাকলে কালই দলের সাথে যোগ দেবেন তাসকিন।

কলকাতা পৌছে বেশ ফুরফুরে আছে মাশরাফিরা। ধর্মশালায় শীত থেকে চেনা আবহাওয়ায় স্বস্তি অনুভব করছেন তারা। দল সূত্রে জানা গেছে রাতের কলকাতায় বাঙালী পদ দিয়ে ডিনার সেরেছে টাইগাররা।

আজ বিশ্রামের পর কাল দুপুরে ইডেন গার্ডেনে অনুশীলন করবে বাংলাদেশ দল। ১৬ মার্চ বিখ্যাত এই মাঠেই পাকিস্তানের মুখোমুখি হবে দারুন ফর্মে থাকা মাশরাফি বাহিনী।

আপনার মন্তব্য

আলোচিত