ক্রীড়া প্রতিবেদক

১৫ মার্চ, ২০১৬ ২১:৩৪

ভারতকে মাত্র ১২৭ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

টস জিতে ব্যাটিং নিয়ে অশ্বিনের করা প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছিলেন মার্টিন গাপটিল। কিন্তু পরের বলেই লংকান আম্পায়ার কুমার ধর্মসেনার ভুল সিদ্ধান্তে লেগ বিফোর হয়ে ফিরে যান গাপটিল । কলিন মনরো এসে ওই ওভারে আরেকটা ছয় মেরেছিলেন তবে নেহরার বলে ক্যাচ তোলে ফিরে যান তিনিও। এরপর ভারতীয় নিয়ন্ত্রিত বোলিংয়ে উইকেটে হাঁসফাঁস করতে করতেই কেটেছে কিউইদের ইনিংস।

মারকুটে কোরি অ্যান্ডারসন ৪২ বল খেলে ৩৪ রান করে আউট হন। ওটাই সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ২১ করেছেন লুক রংকি। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে ওয়ানডে বিশ্বকাপের রানার্সআপদের সংগ্রহ রানের বেশি হতে পারেনি।

নাগপুরের পাটা পিচে শক্তিশালী ভারতীয় ব্যাটিং লাইনআপের জন্য ব্ল্যাক ক্যাপসদের এই পুঁজি খুব বড় কোন চ্যালেঞ্জের হবার কথা নয়।

আপনার মন্তব্য

আলোচিত