ক্রীড়া প্রতিবেদক

১৫ মার্চ, ২০১৬ ২৩:১৯

কিউই স্পিনে নাস্তানাবুদ ভারতের লজ্জাজনক পরাজয়

ভারতকে মাত্র ৭৯ রানে গুটিয়ে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের প্রথম ম্যাচে ৪৭ রানের বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড।

স্পিনে পারদর্শী হিসেবে খ্যাত ভারতীয়দের ৯টি উইকেটই নিয়েছেন নিউজিল্যান্ডের স্পিনাররা, এটাও একটা টি-টোয়েন্টি রেকর্ড।

মধ্যবিরতিতে কে ভেবেছিল ম্যাচের ফল এমন হবে? নাগপুরের পিচে এমন কোন বিষ ছিল না।

পিচ রিপোর্টে ১৬০ রানের সম্ভবনার কথা বলা হলেও সে পিচে কিউইরা যখন মাত্র ১২৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিল তখন দারুণ ফর্মে থাকা ভারতের জয়টা কেবল আনুষ্ঠানিকতার ব্যাপারই মনে হচ্ছিল। কিন্তু ক্রিকেট আবারও মনে করিয়ে দিল এটি গৌরবময় অনিশ্চয়তার খেলা।

আর সেই অনিশ্চয়তার টোপে ওয়ার্ন-মুরালি-সাকিব হয়ে উঠা কিউই স্পিনারদের ঘূর্ণিতে রীতিমতো নাকাল ভারত ৫০ পেরুবার  আগেই হারাল ৭ উইকেট।

শুরুটা করলেন নাথান ম্যাককুলাম। ধাওয়ানকে লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করলেন তিনি। ১০ রানের মাথায় বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারের বলে স্ট্যাম্পিং হয়ে ফিরলেন রোহিত শর্মা। রায়নাকেও ফেরালেন এই বাঁহাতি স্পিনার।

১২ রানে ৩ উইকেট হারিয়ে তখন রীতিমতো কাঁপছিল ভারত। এমন কাঁপুনি থেকে সাম্প্রতিক সময়ে যিনি ত্রাণকর্তা সেই বিরাট কোহলি তখন উইকেটে। ভারতের সমর্থকদের ভরসাও তখন অবধি পুরোপুরিই ছিল। কোহলি চেষ্টা করছিলেন বটে। তবে যুবরাজকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করে চাপ বাড়ালেন ম্যাককুলাম।

ধোনীর সাথে যখন কোহলি জুটিটা জমতে যাচ্ছিল তখনই লেগ স্পিনার সোধী ভারতের সেরা ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে খেলা নিজেদের পক্ষে নিয়ে গেলেন।

পাণ্ডা ও জাদেজাও টিকতে না পারায় ৪৩ রানেই ৭ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় টুর্নামেন্টের হট ফেবারিট ভারত।

শেষ অবধি অবশ্য নিঃসঙ্গ লড়াই চালিয়েছেন ধোনী তবে তাতে কেবল পরাজয়ের ব্যবধান কমেছে। আউট হবার আগে ৩০ বলে ৩০ রান করেছেন ধোনী।

এই নিয়ে বিশ্ব টি-টোয়েন্টি আসরে ব্ল্যাক ক্যাপসদের কাছে টানা পাঁচবার হারল ভারত। নিউজিল্যান্ডের সান্তার ৪ উইকেট, সোধী ৩, ম্যাককুলাম ২ ও মিলানে ১ উইকেট নেন।

এর আগে টস জিতে কোরি আন্ডারসনের ৩৪ ও লুক রঙ্কির ২১ রানের সৌজন্যে ১২৬ রানের পুঁজি গড়েছিল নিউজিল্যান্ড।

ব্যাটিংয়ে ১৮ রানের পর বল হাতে ৪ উইকেট নিয়ে বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার ম্যাচ সেরা হয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত