স্পোর্টস ডেস্ক

১৬ মার্চ, ২০১৬ ১৭:৫৬

সৌম্যের অবিশ্বাস্য ক্যাচ (ভিডিও)

ভালো ফিল্ডার হিসেবে খ্যাতি আছে তাঁর। এশিয়া কাপে সর্বোচ্চ ক্যাচ নিয়ে সেরা ফিল্ডার হয়েছিলেন। তবে  ফিল্ডিংয়ে আগের সব কৃতিত্বকে ছাপিয়ে গেলেন ব্যাটে ছন্দহীনতায় থাকা এই ক্রিকেটার।

পাকিস্তানের ইনিংসের ১৭তম ওভারের চতুর্থ বলে আরাফাত সানির বলটি হাতের নাগালে পেয়ে গেলেন মোহাম্মদ হাফিজ। সজোরে ব্যাট চালালেন, বল উড়ে চলে যাচ্ছিল বাউন্ডারির বাইরে। হাফিজ তো ভেবেই নিয়েছিলেন ছক্কাই। মাঠ ও টিভি পর্দায় তাকিয়ে থাকা লাখো দর্শকও তা–ই ভাবছিল। তখনই দৃশ্যপটে চলে এলেন সৌম্য!

বলটি বাউন্ডারির বাইরে চলেই গিয়েছিল প্রায়, ঠিক এই সময় সৌম্যের হাত খুঁজে নিল বলটি। প্রথমে সীমানা প্রান্ত থেকেই বেশ খানিকটা ওপরে শূন্যে লাফালেন। বলটি মুঠোবন্দী করার পর মাটিতে নামতে গিয়েই আবার মাথায় হাত দেওয়ার দশা। এ কী বাউন্ডারির বাইরে চলে যাচ্ছেন সৌম্য। না, মুহূর্তের সিদ্ধান্তে বলটি বাতাসে ছুড়ে নিজে মাঠের বাইরে চলে গেলেন। বল বাতাসে থাকতে থাকতেই আবার ফিরে এলেন মাঠে। বল কিন্তু তবু সীমানার ওপাশেই পড়ছে। সৌম্য কী করলেন, নিজে পা দুটিকে মাঠের ভেতরে রেখে দুটি হাত যথাসম্ভব সামনে বাড়িয়ে দিলেন। সীমানার ওপাশে পড়তে থাকা বলটি বানিয়ে দিলেন ক্যাচ!

আউট, হাফিজ আউট! ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো মুহূর্ত।

ভিডিও : সৌম্যের অবিশ্বাস্য ক্যাচ

আপনার মন্তব্য

আলোচিত