স্পোর্টস ডেস্ক

০৩ এপ্রিল, ২০১৬ ০০:১০

টি-টোয়েন্টি বিশ্বকাপ : নারীদের ফাইনালে ও.ইন্ডিজ-অস্ট্রেলিয়া

কলকাতার ইডেন গার্ডেনে রোববার বিকেলে নারীদের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।

টি২০ বিশ্বকাপে টানা তিনবারের চ্যাম্পিয়ন অজি মেয়েরা। চতুর্থ শিরোপা ঘরে তুলতে আত্মপ্রত্যয়ী তারা। তবে প্রথমবারের মতো শিরোপা জিততে মরিয়া ওয়েস্ট ইন্ডিজের নারীরা।

গত ফেব্রুয়ারিতে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শক্তিশালী ভারতকে হারিয়ে ক্যারিবীয় যুবারা শিরোপা জেতে। যে জয়ে অনুপ্রাণিত উইন্ডিজ অধিনায়ক স্টেফানি টেইলর।

দুটি দলই গ্রুপ পর্বের দ্বিতীয় দল হিসেবে উঠেছিল নকআউট পর্বে (সেমিফাইনাল)। প্রথম সেমিতে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে অস্ট্রেলিয়া আর দ্বিতীয় সেমিতে নিউজিল্যান্ডকে ৬ রানে হারিয়ে ফাইনালে ওঠে উইন্ডিজের মেয়েরা।

রোববার কলকাতার ইডেন গার্ডেনে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন, গাজী টিভি ও স্টার স্পোর্টস ১ ও ৩।

চলমান বছরটি ক্যারিবীয়দের জন্য দুর্দান্ত কাটছে। গত ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয় যুবারা শিরোপার পথটি খুলে দিয়েছিল। সেই পথ ধরে চলতে শুরু করেছে ড্যারেন স্যামি ও স্টেফানি টেইলরের দল। এবার শুধু শিরোপা জেতার অপেক্ষা মাত্র। যদিও ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের শিরোপা জয়ের পথে বড় বাঁধা মেগ ল্যানিংয়ের অস্ট্রেলিয়া।

মুখোমুখি লড়াইয়ে অনেকটাই এগিয়ে অস্ট্রেলিয়া। এ পর্যন্ত আটবারের মোকাবেলায় সবকটিতেই জয় পেয়েছে অসি মেয়েরা। এর মধ্যে টি২০ বিশ্বকাপে রয়েছে চারটি জয়। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের কোন রেকর্ড নেই উইন্ডিজ মেয়েদের। পরিসংখ্যানে অস্ট্রেলিয়া এগিয়ে থাকলেও শিরোপা জয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক স্টেফানি টেইলর। তিনি বলেন, ‘ছোটদের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের তরুণরা শিরোপা জিতেছি শক্তিশালী ভারতকে হারিয়ে। তাই এবার আমাদের পালা।’

চলতি টি২০ বিশ্বকাপে শেষ ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে। তবে এই দুই দলের লড়াইয়ে এখন পর্যন্ত পরাজয়ের লজ্জায় ডুবতে হয়নি অস্ট্রেলিয়ার মেয়েদের। তাই রোববারের ফাইনাল নিয়ে বেশ আত্মবিশ্বাসী অজি অধিনায়ক মেগ ল্যানিং।

রেকর্ড চতুর্থবার শিরোপার সামনে দাঁড়িয়ে ল্যানিং বলেন, ‘এটা এখন একটা রোমাঞ্চকর ব্যাপার। সমর্থকরা এখন নারীদের খেলা দেখতে চায়। গত কয়েকটি বছর ধরে এটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে। শিরোপা জয়ের আমরা খুব কাছাকাছি চলে এসেছি। তাই শিরোপা ধরে রাখতে নিজেদের উজাড় করে দিতে চাই আমরা।’

দুটি দলেরই রয়েছে শক্তিশালী বোলিং ডিপার্টমেন্ট। সেই সঙ্গে আছে দারুণ কিছু ব্যাটসম্যান। রোববার কলকতার ইডেন গার্ডেনে জম্পেশ এক ফাইনালের অপেক্ষায় রয়েছে ক্রিকেটপ্রেমীরা।

আপনার মন্তব্য

আলোচিত