স্পোর্টস ডেস্ক

১১ এপ্রিল, ২০১৬ ১৯:৩৮

বোল্টকে বাংলা শেখালেন মুস্তাফিজ!

আইপিএল খেলতে যাওয়া মুস্তাফিজ বেশ চনমনেই আছেন। সানরাইজার্স হায়দ্রাবাদ দলের সতীর্থদের সাথে তাঁর কাটছে তার আনন্দময় সময়।
মুস্তাফিজ বাংলা ছাড়া আর কোন ভাষা বলতেও পারেন না, বুঝতেও না। তবে এই ভাষা সংকট উল্টো বেশ কিছু মজা তৈরি করে দিয়েছে। ইংরেজি বা হিন্দি না শিখে উল্টো সতীর্থদের বাংলা শেখাচ্ছেন তিনি।

নিজেদের প্রথম ম্যাচ খেলতে বেঙ্গালুরুতে পৌঁছায় মুস্তাফিজের হায়দ্রাবাদ দল। বিমানবন্দরে নেমে দলের সবাই মজা করছিলেন যার দৃশ্য ধারণ হচ্ছিলো ক্যামেরায়। সেই ভিডিওতে দেখা যায়, ভিডিও ধারণকারী মুস্তাফিজকে ক্যামেরায় কিছু বলতে বলেন। তখন ট্রেন্ট বোল্টকে মুস্তাফিজ বলে বসেন, 'কেমন আছো?' উত্তরে যখন বোল্ট বলেন 'হোয়াট?' তখনই মুস্তাফিজ ইংরেজিতে বলেন 'গুড'।

এরপরেই পাশ থেকে একজন বোল্টকে বুঝিয়ে বলেন মুস্তাফিজ জিজ্ঞেস করেছে কেমন আছো। তখন বোল্ট-মুস্তাফিজ দুজনেই হেসে উঠেন। এ যেনো ভাষা বিড়ম্বনার সমাধান হিসেবে বোল্টকেই বাংলা শেখালেন মুস্তাফিজ! দলের সবাই মেতে উঠে তাদের এই হাসি ঠাট্টায়।

১২ এপ্রিল আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নামতে পারেন মুস্তাফিজ।

ভিডিও : ট্রেন্ট বোল্টকে বাংলা শেখালেন মুস্তাফিজ!

আপনার মন্তব্য

আলোচিত