স্পোর্টস ডেস্ক

২৩ মে, ২০১৬ ১২:১৩

বেনফিকার জোনাস ব্রাজিল দলে

বেনফিকার ফরোয়ার্ড জোনাস ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছেন। কোপা আমেরিকার জন্য ২৩ জনের ব্রাজিল দলে ডাক পেয়ে ভীষণ খুশি জোনাস। টুর্নামেন্টে খেলার সুযোগ পেলে সর্বোচ্চটা দিতে চান তিনি।

গত ৮ মে ক্লাব সান্তোসের হয়ে একটি ম্যাচ খেলার সময় হাঁটুতে চোট পাওয়া রিকার্দো অলিভেইরা কোপার দল থেকে ছিটকে পড়লে তার জায়গায় ডাক পান জোনাস।

লাতিন আমেরিকার ফুটবলের সেরা টুর্নামেন্ট কোপা আমেরিকার শতবর্ষী আসর আগামী ৩ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে।

কোপায় খেলার সম্ভাবনায় রোমাঞ্চিত জোনাস বলেন, “ডাক পেয়ে আমি ভীষণ খুশি, (জাতীয় দলে) এখানে ডাক পাওয়াটা চমৎকার এক মৌসুমের পূর্ণতা পাওয়ার মতো।”

“আমি সব সময় বলি, সেলেসাওদের জন্য বিবেচিত হওয়াটা একটা সম্মানের ও গর্বের বিষয়”, যোগ করেন ৩২ বছর বয়সী জোনাস।

এবারের কোপা আমেরিকায় ৪ জুন একুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের অভিযান। ‘বি’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও পেরু।

আপনার মন্তব্য

আলোচিত