সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

২৮ মে, ২০১৬ ১৪:৫২

বাংলাদেশ ভারত সিরিজের নাম হচ্ছে ‘দুর্জয়-গাঙ্গুলি ট্রফি’

ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের নাম দেওয়া হচ্ছে দুর্জয়-গাঙ্গুলি ট্রফি। ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ও বাংলাদেশের সাবেক ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয়ের নামেই ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ হবে।

আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে প্রতিবেশী দুই দেশের সিরিজ হচ্ছে বলে খবর।

সিরিজে একটি টেস্ট, একাধিক টি টোয়েন্টি ও ওয়ানডে অনুষ্ঠিত হবে। যদিও অনুষ্ঠিতব্য সিরিজের পূর্ণাঙ্গ সূচি এখনও তৈরি হয়নি। শোনা যাচ্ছে, ঐতিহাসিক টেস্ট ম্যাচটি হবে সৌরভের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে।

উল্লেখ্য, ২০০০-এ আইসিসির কাছ থেকে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পায়। বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন নাইমুর রহমান দুর্জয়। আর সৌরভ ছিলেন ভারতের ক্যাপ্টেন। এই কারণেই এবারের ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের নামকরণ করা হচ্ছে দুই বাংলার দুই প্রাক্তন অধিনায়কের নামে। 

এদিকে প্রথম কোন বাংলাদেশী হিসেবে রেকর্ডের পাতায় নাম লেখাতে যাচ্ছে সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। এর আগে কোন বাংলাদেশীর নামে কোন ধরনের আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হয়নি।

আপনার মন্তব্য

আলোচিত