সিলেটুডে স্পোর্টস ডেস্ক

১৩ মার্চ, ২০১৫ ১৯:৩৫

বাংলাদেশ দারুণ ব্যাটিং করেছেঃ সাউদি

নড়বড়ে শুরুর পর বাংলাদেশ ব্যাটসম্যানদের প্রতিরোধ মুগ্ধ করেছে টিম সাউদিকে।

নড়বড়ে শুরুর পর বাংলাদেশ ব্যাটসম্যানদের প্রতিরোধ মুগ্ধ করেছে টিম সাউদিকে। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ-সৌম্য সরকারদের দারুণ ব্যাটিংয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেন নিউ জিল্যান্ডের এই ফাস্ট বোলার।শুক্রবার স্বাগতিক নিউ জিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ২৭ রানে প্রথম ২ উইকেট হারায় বাংলাদেশ। হ্যামিল্টনের সেডন পার্কে কিউইদের দুই ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট আর সাউদি বেশ সুইং পাচ্ছিলেন। তবে এরপরও বাংলাদেশের ব্যাটসম্যানরা প্রতিরোধ গড়তে পারায় বিস্মিত সাউদি।

"আমি মনে করি, তাদের ব্যাটসম্যানরা শুরুতে নড়বড়ে অবস্থার মধ্য দিয়ে গেছে। বল সুইং করছিল এবং আমরা কেবল দুজনকেই আউট করতে পেরেছি।"

বিশেষ করে মাহমুদুল্লাহর ব্যাটিংয়ের প্রশংসা করেন সাউদি। ওয়ানডে ক্রিকেটে টানা দ্বিতীয় শতক করে বাংলাদেশের ৬ উইকেটে ২৮৮ রান তোলায় বড় ভূমিকা রাখেন তিনি।

মাহমুদুল্লাহর ১২৩ বলে অপরাজিত ১২৮ রানের ইনিংসটিকে দুর্দান্ত বলে অ্যাখ্যা দেন সাউদি।

বাংলাদেশের বোলাররাও বেশ ভালোই বল করেছে। তবে ম্যাচটি শেষ পর্যন্ত ৩ উইকেটে হারতে হয়েছে সাকিব আল হাসানদের। ৭ উইকেট হারিয়ে ৪৮.৫ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউ জিল্যান্ড।


আপনার মন্তব্য

আলোচিত