
১৪ মার্চ, ২০১৫ ২০:৩০
শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্বকাপের ধারাভাষ্যকার রাসেল আরনল্ড টুইটার বার্তায় বাংলাদেশকে সেমিফাইনালে দেখছেন বলে ইঙ্গিত করেছেন । ১৩ মার্চ বাংলাদেশ নিউজিল্যান্ড খেলা শেষে রাসেল তাঁর টুইটারে লেখেন - "বাংলাদেশ তাঁদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবে মেলবোর্নে এবং এরপর সেমিফাইনাল খেলবে সিডনিতে"
রাসেল আরনল্ডের এই স্ট্যটাসের পর তুমুল বিতর্কে মেতে উঠেন ভারতীয়রা । অনেকে ফিরতে টুইটে রাসেলকে পাগল আখ্যা দেন । অনেকে বলেন অরনল্ড একজন জোকার , সে জোক করতে পছন্দ করে ।
এই টুইট বার্তা নিয়ে দিনভর সরব ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও । টাইগার সমর্থকরা রাসেল আরনল্ডের স্ট্যাটাসকে অনুপ্রেরণা হিসেবেই দেখছেন , বাংলাদেশের ক্রিকেটের অকুন্ঠ সমর্থন দেয়ার রাসেলকে সাধুবাদও দেন অনেকে ।
১৯ মার্চ এমসিজিতে ভারতের সাথে শেষ চারে উঠার লড়াইয়ে নামবে মাশরাফির দল । রাসেলের অনুমাত কতটা সত্যি করতে পারেন লাল সবুজের প্রতিনিধিরা এখন সেটাই দেখার বিষয় ।
রাসেল আরনল্ডের টুইটার বার্তার লিঙ্ক - https://twitter.com/RusselArnold69/status/576567513674297344
আপনার মন্তব্য