স্পোর্টস ডেস্ক

১৫ জুন, ২০১৬ ১৪:৩০

বাচ্চি টিটে ব্রাজিলের কোচ হচ্ছেন!

এখনও কোন ধরনের ঘোষণা না আসলেও পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ হিসেবে করিন্থিয়াসের ৫৫ বছর বয়সী কোচ এবং ম্যানেজার অ্যাডিনর লিওনার্দো বাচ্চি টিটে নিয়োগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এমনটাই আভাস আন্তর্জাতিক গণমাধ্যমের।

কোপা আমেরিকা কাপে ব্যর্থ হওয়ার পর কার্লোস দুঙ্গা সহ কোচিং স্টাফদের সরিয়ে দেয় ব্রাজিল ফুটবল ফেডারেশন। এমন অবস্থায় সামনেই রিও অলিম্পিক। তার আগেই দল গুছিয়ে নিতে চাইছে সেলেসাওরা। তাই কোচ নির্বাচনে খুব একটা সময় নেবে না ব্রাজিল ফুটবল কনফেডারেশন।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর কাছে বিতর্কিত গোলে হেরে যুক্তরাষ্ট্রে চলমান কোপা-২০১৬ থেকে ছিটকে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপরই ছাঁটাইয়ের শিকার হন দুঙ্গা ও তার কোচিং স্টাফের সকলে।

মঙ্গলবার বিকালে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের  বিবৃতিতে জানানো হয়: জাতীয় দলের সমন্বয়কারী গিলমার রিনাল্দি  এবং কোচ কার্লোস দুঙ্গাসহ পুরো কোচিং স্টাফ আর দায়িত্বে থাকছেন না।

টিটের অবশ্য রয়েছে দীর্ঘদিনের কোচিং ক্যারিয়ার।  বর্তমানে করিন্থিয়াসের ম্যানেজার এবং কোচের দায়িত্বে আছেন তিনি।

চেলসিকে হারিয়ে করিন্থিয়াসকে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতাতে কার্যকরী ভূমিকা পালন করেন তিনি। এছাড়া জুভেন্টাস-পালমেইরাসের মতো ক্লাবেরও কোচ ছিলেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত