স্পোর্টস ডেস্ক

২২ জুন, ২০১৬ ০৭:২৮

স্পেনের বিপক্ষে ক্রোয়েশিয়ার ‘অসাধারণ’ জয়

শিরোপা ধরে রাখা কতটা কঠিন হবে তার একটা আভাস গ্রুপ পর্বেই পেল স্পেন। পিছিয়ে পড়েও তাদের ২-১ ব্যবধানে হারিয়ে গ্রুপ শ্রেষ্ঠত্ব নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া।

মঙ্গলবার রাতে আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় স্পেন। বিরতির খানিক আগে সমতা ফেরান নিকোলা কালিনিচ। শেষ দিকে ক্রোয়েশিয়ার জয় নিশ্চিত করেন ইভান পেরিসিচ।

ফ্রান্সের বোর্দোয় দারুণ গোছানো আক্রমণে শুরুতেই এগিয়ে যায় গত দুবারের চ্যাম্পিয়নরা।

সেস ফাব্রেগাসের শট রক্ষণে বাধা পেলে বল পান দাভিদ সিলভা। তিনি ফিরিয়ে দেন ফাব্রেগাসকে। দুরূহ কোণ থেকে চেলসির মিডফিল্ডারের গোলমুখে বাড়ানো বল আলতো টোকায় জালে জড়ান মোরাতা।

কিছুক্ষণের মধ্যেই সমতা আনতে পারত ক্রোয়েশিয়া। কিন্তু মিডফিল্ডার ইভান রাকিতিচের শট পোস্টে লাগলে বেঁচে যায় স্পেন।

বিরতির কিছুক্ষণ আগে ফাঁকায় বল পান মোরাতা। কিন্তু বল নিয়ন্ত্রণে নিতে না পারায় দারুণ সুযোগটি হাতছাড়া হয়ে যায়।

এর কিছুক্ষণ পর পাল্টা-আক্রমণে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। গোলমুখে বাড়ানো পেরিসিচের নিখুঁত ক্রসে ফিওরেন্তিনার ফরোয়ার্ড কালিনিচের ভলি জালে জড়ায়।

ইউরোর ইতিহাসে রেকর্ড ৭৩৫ মিনিট নিজেদের জাল অক্ষত রাখার পর গোল হজম করল ভিসেন্তে দেল বস্কের দল।

৭০তম মিনিটে ক্রোয়েশিয়ার ডিফেন্ডার সিমে নিজেদের ডি বক্সে সিলভাকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোলরক্ষক বরাবর শট নিয়ে দলকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করেন সের্হিও রামোস।

৮৭তম মিনিটে কালিনিচের বাড়ানো বল ধরে বাঁ-দিক থেকে কোনাকুনি শটে গোলরক্ষক দাভিদ দে হেয়াকে পরাস্ত করে ক্রোয়েশিয়ার নাটকীয় জয় নিশ্চিত করেন পেরিসিচ।

এই জয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করা ক্রোয়েশিয়ার পয়েন্ট ৭। দ্বিতীয় স্থানে থাকা স্পেনের পয়েন্ট ৬।

গ্রুপের অন্য ম্যাচে চেক রিপাবলিককে ২-০ গোলে হারিয়েছে তুরস্ক। দশম মিনিটে বারাক ইলমাজের গোলে এগিয়ে যায় দলটি। ৬৫ মিনিটে ওজান তুফানের গোলে ব্যবধান বাড়ায় তারা।

এই জয়ের পরও তুরস্কের শেষ ষোলোয় খেলা নিশ্চিত নয়। ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে দলটি। হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে প্রতিযোগিতায় এক পয়েন্ট পাওয়া চেক রিপাবলিকের।

ইউরোর ছয়টি গ্রুপের সেরা দুইটি করে দল এবং তৃতীয় স্থানের সেরা চারটি দল পরের রাউন্ডে উঠবে।

তৃতীয় স্থানের সেরা চার দলের দুটি হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে স্লোভাকিয়া ও নর্দার্ন আয়ারল্যান্ড।

আপনার মন্তব্য

আলোচিত