লন্ডন সংবাদদাতা

১৯ মার্চ, ২০১৫ ১৯:২২

হেরেও জয়ী বাংলাদেশ

ক্রিকেট সমালোচকদের মুখে বাংলাদেশ টিমের অকুণ্ঠ প্রশংসা

বাংলাদেশের তুলনায় লন্ডনে এখনো কনকনে শীত l তাপমাত্রা ৬/৭ ডিগ্রিতে উঠানামা করছে l ব্যস্ততম লন্ডনে সপ্তাহের মাঝামাঝিতে খেলা তাও আবার লন্ডনের সময় ভোর তিনটায় শুরু l সব বাঁধাকে পেছনে ঠেলে কাজে ছুটি ম্যানেজ করে পরিবারের সবাই খেলা দেখতে বসলাম সাথে ব্রিটেনে জন্ম দেওয়া এবং বেড়ে উঠা ভাগ্নিকে সাথে নিয়ে l আমার ধারণা ছিলো যে মেয়ে আজ থেকে একযুগ আগে মাত্র সাত বছর বয়েসে বাংলাদেশে গেছে সে মেয়ের আর কি অনুভূতি থাকবে বাংলাদেশ ক্রিকেট নিয়ে l কিন্তু অবিভুত হলাম তখনি যখন সে-ই ভোর তিনটাতে সবাইকে ডেকে জাগালো l এবং খেলা শেষে আদ্র মন নিয়ে শুধুই বললো বাংলাদেশ খেলেছে ১১ জন খেলোয়াড় আর দুইজন আম্পায়ারের বিরুদ্ধে l

খেলা শেষে ম্যাচ রিভিউয়ে ঠিক তার কথাই যেনো প্রতিধ্বনি হলো বিশ্বের অন্যতম স্পোর্টস চ্যানেল স্কাই স্পোর্টসের ম্যাচ বিশ্লেষণ অনুষ্ঠানে ডেভিড গাওয়ারের পরিচালনায় ভিভিএস লক্ষ্মণ, এন্ডু স্ট্রস এবং মেলবোর্ন থেকে যোগ দেওয়া ইংল্যান্ড টিমের সাবেক অধিনায়ক নাসের হোসেইনের মুখে l অনুষ্ঠানে ভিভিএস লক্ষ্মণ ছিলেন ইন্ডিয়ার প্রতিনিধি, বাংলাদেশ এক্সপার্ট হিসাবে ছিলেন এন্ডু স্ট্রস আর মেলবোর্ন থেকে সরাসরি যোগ দিয়েছিলেন নাসের হোসেইন l তবে প্রত্যেকের মুখেই ছিলো বাংলাদেশ বন্দনা আর আম্পায়ারের ভুল সিদ্ধান্তের সমালোচনা l ভিভিএস লক্ষণ বলেন মাশরাফির বলের প্রেক্ষিতে আবেদন কৃত বিতর্কিত এলবিডাব্লিউ পরিস্কার ভাবেই প্রায় ৮০% বাংলাদেশের পক্ষে ছিলো যা বাংলাদেশ কে দিতে পারতো ম্যাচ ঘুরিয়ে দেবার শক্তি l

অপরদিকে কোমরের নিচে দেওয়া রুবেলের ফুল্ট্রস বলে ধরা রোহিত শর্মার নিশ্চিত ক্যাচ কে নো বল ডেকে উড়িয়ে দেওয়া এবং বাউয়ান্ডারি লাইনে ধরা মাহমুদুল্লাহর ক্যাচ প্রসঙ্গে এন্ড্রু স্ট্রস বলেন নিখুত এবং ফেয়ার প্লে হচ্ছে ক্রিকেটের আসল সৌন্দর্য l ইংলিশ প্রবাদ "স্কুল বয় এরর" উল্লেখ করে সাবেক এই ইংলিশ ক্রিকেটার বলেন আম্পায়ারের এই ধরনের বিতর্কিত সিদ্ধান্ত ক্রিকেটের সেই সৌন্দর্যকে ম্লান করে দেয় l তবে যে টিমে সাকিব, মাহমুদুল্লাহ, মুসফিক, তাসকিনদের মতো তরুণ খেলোয়াড় আছে সেই টিমের এখন শুধুই সামনের দিকে এগিয়ে যাওয়ার পালা l

এবারের বিশ্বকাপে বাংলাদেশ টিমের পারফরমেন্স নিয়ে মেলবোর্ন থেকে যোগ দেওয়া নাসের হোসেইন বলেন আজকের ম্যাচ ছাড়া এবারের বিশ্বকাপে বাংলাদেশ টিমের প্রত্যেকটি পারফরমেন্স ছিলো চোখে পড়ার মতো দুর্দান্ত এবং দুধর্ষ l ইংল্যান্ড টিমের সাবেক এই অধিনায়কের মুখে ঝরছিলো বাংলাদেশের অকুন্ঠ প্রশংসা তার মতে আজকের বিতর্কিত সিদ্ধান্ত গুলো যদি সঠিক ভাবে আরোপিত হতো তবে তবে খেলার মোড় হয়তো অন্যদিকেও ঘুরে যেতে পারতো l আমাদের এবারের বিশ্বকাপ হয়তো আজকেই পরিসমাপ্ত হয়েছে l কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশীদের কাছে মাশরাফি বাহিনী হেরেও জয়ী l এন্ড্রু স্ট্রসের কথায় সমগ্র বাংলাদেশও বিশ্বাসী l তারুণ্যে ভরপুর বাংলাদেশ টিমের এখন শুধুই এগিয়ে যাবার পালা l

আপনার মন্তব্য

আলোচিত