সিলেটুডে স্পোর্টস ডেস্ক

২০ মার্চ, ২০১৫ ১৪:২৯

"আমরা হারিনি বাবা,আমাদের হারিয়ে দেয়া হয়েছে "

বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি মুর্তোজার বাবা গোলাম মুর্তোজা খেলে শেষে ছেলের সাথে কথা বলেছেন । ছেলের সাথে কি কথা হয়েছে জানিয়েছেন গণমাধম্যে ।

অবিশ্বাস্য বাজে আম্পায়ারিং এর শিকার হয়ে বিতর্কিতভাবে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়ায় ড্রেসিং রুমে ভেঙ্গে পড়েন মাশরাফি ।  

মাশরাফির সাথে ফোনালাপ করে গোলাম মুর্তজা  লিখেছেন:  "এই মাত্র মাশরাফির সাথে কথা হলো। ছেলেটা কান্না থামাতে পারতেছে না। বার বার হাউ মাউ করে ডুকরে ডুকরে কাদতেছিল। রিয়াদ বলল ড্রেসিং রুমে নাকি বার বার ফ্লোরে শুয়ে যাচ্ছিল. কারো কথাতেই কান্না থামাচ্ছিল না।বার বার জড়িয়ে ধরছিল সতীর্থদের। বিশেষ করে তরুণ তাসকিন কে।
আমার সাথে ভালো করে কথাও বলতে পারল না ছেলেটা।আমি জানি ও অনেক কান্না করবে,সেজন্যই ওকে ফোন দিয়েছিলাম।ছোট খাটো গেইম হেরে গেলেই ও কাদে আর আজ তো কোয়ার্টার ফাইনাল।আমার সাথে কথা বলতে পারলো না ভালো করে তবে বার বার বলতেছিল আব্বা বিশ্বাস কর আল্লাহর কসম বাবা আমরা হারি নাই। আমাদের হারিয়ে দেয়া হয়েছে।আব্বা আমরা জীবন বাজি রেখে লড়াই করেছি কিন্তু টাকা আর শক্তির কাছে আমরা হেরে গিয়েছি।ব্যস এইটুকুই কথা হলো ওর কথা শুনে আমার বুক ফেটে কান্না আসলো নিজেকে ছোট মনে হলো। মনে হলো আমি এক অসহায় বাবা। আমার জীবনের সব চেয়ে কষ্টের দিন আজ।দেশবাসীর কাছে অনুরোধ আমার ছেলে কে ভুল বুঝবেন না।"

আপনার মন্তব্য

আলোচিত