সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

২০ মার্চ, ২০১৫ ১৫:০৬

আইসিসির ওয়েবসাইট থেকে বিতর্কিত নো-বলের ভিউ হাওয়া

আইসিসি তাদের নিজস্ব ওয়েব সাইট থেকে রুবেল হোসেনের করা বলটির ভিউ সরিয়ে নিয়েছে। যে বল নো-বল না হওয়ার পরেও আম্পায়ার আলিমদার ও ইয়ান গৌল্ড নো-বল ডেকেছিলেন।

তখন ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা ৯০ রানে ব্যাট করছিলেন এবং এই বলে জীবন পাওয়ার পর তিনি পরের ২৫ বলে আর ৪৭ রান যোগ করেন যা এই ম্যাচের ফলাফল নির্দেশক হয়ে ওঠে।

আইসিসির ওয়েবসাইটে গিয়ে দেখা যায়- বিশ্বকাপের অনুষ্ঠিত হয়ে যাওয়া প্রতিটা ম্যাচের প্রতিটা বলের 'হক-আই ট্রাজেক্টরি ভিউয়ার' রয়েছে। প্রতিটা ম্যাচের 'হক-আই' সেকশনে নিয়ে বলের গতিপথ দেখা সম্ভব।

কিন্তু বাংলাদেশ বনাম ভারত ম্যাচের ভারতের ব্যাটিং ইনিংসের ৪০তম ওভারে রুবেলের করা যে ৪ নম্বর বলটি আইসিসি'র 'হক-আই ট্রাজেক্টরি ভিউয়ার' থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এই বল নো-বল ডাকার কারণে ক্রিকেটবিশ্বে চরম সমালোচিত হন আম্পায়ারগণ।

উল্লেখ্য, কোয়ার্টার ফাইনালের ভুল আম্পায়ারিংয়ে ভরা গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ হারে ১০৯ রানে। 

আপনার মন্তব্য

আলোচিত