স্পোর্টস ডেস্ক

০৬ জুলাই, ২০১৬ ০২:২৮

আর্জেন্টিনার কোচ মার্টিনোর পদত্যাগ

তিনি থাকছেন না, এটা ছিল প্রায় নিশ্চিত। তবে ঘোষণাটাই বাকি ছিল। মঙ্গলবার তাও হয়ে গেল। আর্জেন্টিনার ফুটবল দলের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন কোচ  জেরার্ডো মার্টিনো।

শতবর্ষী কোপার ফাইনালে হেরে যাওয়ার পর মেসি বিদায় জানিয়েছেন জাতীয় দলকে। তার সঙ্গে মাসচেরানোও। এবার হেড কোচের পদ থেকে বিদায় নিলেন আর্জেন্টিনাকে টানা তিন বছর তিনটি ফাইনাল খেলানো কোচ মার্টিনোও।

পারফরম্যান্স নয়, আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের সঙ্গে বনিবনা না হওয়াতেই বিদায় নিয়েছেন মার্টিনো। অনিয়ম, অস্থিরতা নিয়ে বোর্ডের সঙ্গে ​বৈঠকে বসেছিলেন মার্টিনো। তাতে আসন্ন অলিম্পিকের দল, তাদের অনুশীলন নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন। কিন্তু আলোচনা ফলপ্রসূ না হওয়ায় দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

আর্জেনিটনার হয়ে রেকর্ড ১৯ জয়ের মালিক মার্টিনো। ২৯ ম্যাচের মধ্যে হেরেছেন তিনটিতে, সাতটিতে ড্র, জয় ১৯টিতে।

কে হবেন আর্জেন্টিনার পরবর্তী কোচ? তা নিয়েই এখন চলছে আলোচনা্। কোচ হওয়ার পদে এগিয়ে রয়েছেন দিয়েগো সিমিওনে, সাম্পাওলি ও পচেত্তিনো।

আপনার মন্তব্য

আলোচিত