ক্রীড়া প্রতিবেদক

২৬ মার্চ, ২০১৫ ১৩:২০

ভারতের সামনে ৩২৯ রানের চ্যালেঞ্জ দিল অস্ট্রেলিয়া

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালের উঠার লড়াইয়ে স্মিথের দুর্দান্ত সেঞ্চুরির কল্যাণে প্রথমে ব্যাট করা অস্ট্রেলিয়া ৫০ ওভারের শেষে ৭ উইকেটে ৩২৮ রান সংগ্রহ করেছে। 

ন্যাড়া পিচে টস জিতে ব্যাটিং নিয়ে ১৫ রান করতেই ওয়ার্নারের উইকেট হারালেও ফিঞ্চ ও স্মিথের দারুণ এক জুটিতে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া।

ফিঞ্চ কিছুটা ধীর স্থির ব্যাটিং করে এগোলেও অপরপাশে স্টিভেন স্মিথ ছিলেন দৃষ্টিনন্দন, অনন্য। তাঁর  ৯২ বলে ১০৫ রানের ইনিংসই মূলত গড়ে দেয় অস্ট্রেলিয়ার বড় সংগ্রহের ভীত। স্মিথের পর ম্যাক্সওয়েল উঠে যখন একের পর এক বল বাউন্ডারি ছাড়া করছিলেন মনে হচ্ছিল অস্ট্রেলিয়ার রান নিশ্চিতভাবেই সাড়ে ৩ শ ছাড়িয়ে যাবে।

কিন্তু ধোনীর বুদ্ধিমান অধিনায়কত্বের ফলে খেলায় ফিরে ভারতীয়রা। অল্পসময়ের ব্যবধানে ফিরে যান ম্যাক্সওয়েল, ফিঞ্চ, ক্লার্ক। 

ওয়াটসন তাঁর নিজের মত করে খেলতে পারলে তবু সাড়ে ৩শ হত কিন্তু ওয়াটসনকে মনে হয়েছে নিজেকে হারিয়ে খুঁজছেন। স্লগওভারের  ধুকতে ধুকতে ৩০ বলে ২৮ করে রেহাই পান তিনি। মাঝে ফকনার খেলে যান ১২ বলে ২১ রানের ক্যামিও। 

শেষের দিকে মিশেল জনসন ৯ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলায় কিছুটা স্বস্তি পেতে পারেন ক্লার্ক। ভারতের পক্ষে উমেশ যাদব সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত