
২৮ মার্চ, ২০১৫ ০১:২৮
বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচ দেখতে অস্ট্রেলিয়ায় উড়ে যান আনুশকা শর্মা।
ভারতের সাধারণ সমর্থকদের মতোই সিডনি ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারিতে হাজির হন বলিউড অভিনেত্রী। উদ্দেশ্য, গলা ফাটিয়ে দলকে অনুপ্রেরণা দেওয়া।
কিন্তু তার এই উপস্থিতিকে নেতিবাচক দৃষ্টিতে দেখছেন কট্টর ভারতীয় সমর্থকরা। কেউ কেউ তো ভারতের হারের জন্য সরাসরি আনুশকাকে দায়ী করছেন! তাদের যুক্তি, বলিউডের অভিনেত্রীর কারণেই কোহলির মাঠের পারফরম্যান্সে প্রভাব পড়ছে। বিশ্বকাপের সেমিফাইনালেও ঘটেছে একই ঘটনা!
আর তাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুশকার তীব্র সমালোচনা করেছেন ভারতীয় সমর্থকরা। ভারতীয় মিডিয়াও তাকে এক হাত নিয়েছে। বলিউড অভিনেত্রীকে ‘চিয়ার-লিডার’ আখ্যা দেওয়া হয়েছে।
এসব নিয়ে আনুশকা কোনো কথাই বলছেন না। তবে তার হয়ে জবাব দিলেন বিরাট কোহলি অনেকটা কৌশলী ভাষায়- ‘একজন নারীকে আগলে রাখার অর্থ তাকে সম্মানিত করা। নারীর শখ, স্বপ্ন সবকিছুকে আগলে রাখাই আমাদের দায়িত্ব। নারীর স্বাধীনতার অধিকারকে রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। আমি নারীর এই সম্মান, এই স্বাধীনতাকে আগলে রাখতে চাই।’
আপনার মন্তব্য