সিলেটুডে স্পোর্টস ডেস্ক

২৮ মার্চ, ২০১৫ ১২:৫৬

হাতে হাত ধরে ভারতে ফিরলেন কোহলি-আনুশকা

খারাপ সময় যাচ্ছে দুজনেরই । ফর্মহীন বিরাট কোহলি গুরুত্বপূর্ন ম্যাচে করতে পারেননি রান । হেরেছে তাঁর দল । আর সেই হারের জন্য ব্যঙ্গ করা হচ্ছে তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও । সেমিফাইনালে ভারতের নাস্তানাবুদ হওয়ায় দায়ি করা হচ্ছে  প্রেমিকা বলিউড তারকা আনুশকা শর্মার গ্যালারীতে উপস্থিতি ।  হচ্ছে তাঁদের নিয়ে নানান ব্যঙ্গাত্বক ট্রল ।

তবে সৌরভ গাঙ্গুলী, বিপাশা বসু , প্রিয়াঙ্কা চোপড়ারা অবশ্য পাশে দাঁড়িয়েছেন । বলেছেন একজন তাঁর প্রেমিকের সমর্থনে মাঠে যেতেই পারে । এজন্য তাকে এমন হেনস্থা করা খুবই বাজে ব্যাপার ।

বিরাট-আনুশকা খারাপ সময়ে ভেঙ্গে না পড়ে একে অপরের সাথেই আরও ঘনিষ্টভাবে থাকছেন । মানসিক বিপর্যয় কাটাতে পরষ্পরকে দিচ্ছেন সমর্থন । এমনটাই জানা গেছে । অস্ট্রেলিয়া থেকে ভারত ক্রিকেট দল নিজ দেশে ফিরেছে ।
বিরাট কোহলি আর আনুশকা শর্মা হাতে হাত ধরে ফিরে এসেছেন দেশে । বিমানবন্দরে যখন নামলেন, তখন সমস্ত ক্যামেরা তাঁদের দিকে তাক করলে দেখা যায়  একে অপরের হাত আরও শক্ত ভাবে ধরে রয়েছেন তারা । সমস্ত ব্যঙ্গ-বিদ্রুপের পরিস্কার জবাব।

আপনার মন্তব্য

আলোচিত