
২৮ মার্চ, ২০১৫ ২৩:০৯
রবিবারের ফাইনাল ম্যাচে আবেগের চেয়ে দক্ষতাকে প্রাধান্য দিতে সতীর্থদের আহ্বান জানিয়েছেন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। যদিও ক্লার্কের অবসরকে ঘিরে অজি শিবিরে বাজছে করুণ সুর।শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এসে উইকেটে কিছুক্ষণ হাটলেন ক্লার্ক। এরপর কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামসহ ফটোশ্যুট। দুজনের মাঝখানে সেই বহুল আকাঙ্খিত ট্রফিটি। এরপর সাংবাদিকদের মাঝে উপস্থিত হয়ে ক্লার্ক বললেন, বিশ্বকাপ ফাইনালের পর ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন তিনি।
হঠাৎ এমন ঘোষণায় বেশ অবাক সবাই। তবে মাইকেল ক্লার্কের ভাষ্য, অবসর নেওয়ার জন্য এরচেয়ে মোক্ষম সময় আর হয় না।
অবসরে যাওয়ার সিদ্ধান্তের কথা তার আধাঘণ্টা আগে চাউর হয়েছে অস্ট্রেলিয় শিবিরে। তবে ভারতের বিপক্ষে বৃহস্পতিবার জয়ের পরই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে দাবি অজি অধিনায়কের।
গত কয়েক মাসে দারুণ নেতৃত্ব দিয়ে আসছিলেন ক্লার্ক। নভেম্বরে সতীর্থ ফিলিপ হিউজের অকাল মৃত্যুর শোক কাটিয়ে দলকে দারুণ ছন্দে মাতিয়েছেন তিনি। নিজেও লড়েছেন হ্যামস্ট্রিং ইনজুরির সাথে।বিশ্বকাপে পুরো দলের প্রস্তুতির পাশাপাশি ইনজুরি কাটিয়ে ক্লার্কের ছন্দে ফেরার লড়াইয়ের খবর জায়গা করে নিচ্ছিল একইসাথে। সেই ক্লার্ক যখন অবসরে যাওয়ার ঘোষণা দেন, স্বাভাবিকভাবেই তখন তা নিয়ে মিডিয়ার আগ্রহটা থাকে অনেক বেশি।
তবে সেসব পাশ কাটিয়ে দৃঢ়কণ্ঠে ক্লার্ক বললেন, সেরাটা ছিনিয়ে আনতে ক্যারিয়ারের শেষ ২৪৫ তম ওডিআইতে তার প্রত্যেক পদক্ষেপ হবে সুনিশ্চিত।
ক্লার্ক মনে করছেন, ‘এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্তটাই হওয়া চাই দলকে নিয়ে এবং আমিও এই ম্যাচে দলের হয়েই সেরাটাই খেলব।’
তিনি বলেন, ‘আবেগ নয়, টুর্নামেন্টে নিজেদের সেরাটা খেলেই দল জিতে এসেছে। কালকের গুরুত্বপূর্ণ ম্যাচেও তার ব্যতিক্রম হবে না। কালকের ম্যাচে ড্রেসিং রুম থেকে মাঠে পা রাখার সুযোগ আমাদের প্রত্যেকের জন্যই দারুণ। কারণ এটা বিশ্বকাপ ফাইনাল!’
সেমি ফাইনালের একাদশ ফাইনালে অপরিবর্তিত, ইতিমধ্যে এমন ঘোষণা এসেছে কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের কাছ থেকে। তবে অজি অধিনায়ক দলে কোনো পরিবর্তন আসছে কি না সেটি নিশ্চিত করতে পারেননি।
তিনি বলেন, ‘আমাদের স্কোয়াডে রয়েছে ১৫ জন খেলোয়াড়। এদের মধ্যে থেকে কাল মাঠে নামবে এগারো জন।’
মাইকেল ক্লার্ক বলেন, ‘ট্রেনিংয়ে অংশ নিতে পুরো দল আজ মাঠে এসেছে। এটা দেখে বোঝা যায় আমাদের প্রতিজ্ঞা, এটাই বলে দিচ্ছে মানসিকভাবে আমরা দারুণ উজ্জীবিত।’
অজি অধিনায়কের মন্তব্য, ‘দলের ছেলেরা কালকের ম্যাচ খেলতে মুখিয়ে আছে। আমি মনে করি এটা নিয়ে আমার খুব বেশি ব্যাখ্যা করার কিছু নেই। ভারতের বিপক্ষে জয় পাওয়ার পরই আমি বলেছিলাম, মানসিকভাবে আমরা প্রস্তুত। এরপর শারিরীকভাবে নিজেদের তৈরী করতে আমরা একদিন সময় পেয়েছি। সবমিলিয়ে, আমরা প্রস্তুত।’
আপনার মন্তব্য