সিলেটুডে স্পোর্টস ডেস্ক

২৮ মার্চ, ২০১৫ ২৩:২১

প্রেরণা দিতে অস্ট্রেলিয়ার প্র্যাকটিসে গিলক্রিষ্ট

স্টিভেন স্মিথকে পরামর্স দিচ্ছেন গিলক্রিষ্ট

এডাম গিলক্রিষ্টের আছে  টানা ৩টি বিশ্বজয়ী দলে খেলার অভিজ্ঞতা । দুর্দান্ত পারফর্ম করে  অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানোর গৌরব তো আছেই । ২০০৭ বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কানদের একাই গুড়িয়ে দিয়েছিলেন বিশ্বের সর্বকালের সেরা উইকেট কিপার ব্যাটসম্যান এডাম গিলক্রিষ্ট । বড় ম্যাচে দুর্দান্ত খেলার জন্য গিলক্রিষ্টের নামই হয়ে গিয়েছেল বিগ ম্যাচ ট্রাম্প কার্ড ।
এরকম একজনকে সামনে পাওয়া যে কতটা অনুপ্রেরণার সেটাই অনুভব করছেন স্টিভেন স্মিথ, গ্লান ম্যাক্সওয়েলরা ভালো করেই জানেন । ২০১৫ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ঠিক আগের দিন তাই গিলি এসেছিলেন ছোট ভাইদের প্রেরণা দিতে । কথা বলেছেন সবার সাথেই তবে স্টিভেন স্মিথকে দিয়েছেন বিশেষ পরামর্শ ।

সেমিফাইনালে ভারতের বিপক্ষে সেঞ্চুরী করা স্মিথের উপরই মূলত নির্ভর করছে অস্ট্রেলিয়ার ব্যাটিং ভিত্তি । স্মিথকে বাতলে দিয়েছেন বড় ম্যাচে আক্রমন করেও লম্বা ইনিংস খেলার উপায়।



আপনার মন্তব্য

আলোচিত