
২৯ মার্চ, ২০১৫ ১৩:০৬
এক ইনিংস শেষ হতেই অনেকটা নিশ্চিতই হয়ে গেল অস্ট্রেলিয়ার পঞ্চম শিরোপা জয় । বোল্ট-সাউদিরা অতি মানবীয় কিছু না করলে ১৮৪ রানের মামুলি টার্গেট তাড়া করা কোন কঠিন কাজ হবে না ৫ম শিরোপার জন্য খেলা মাইকেল ক্লার্কের দলের ।
টস জেতা বাদ দিলে ম্যাচের শুরু থেকেই নিউজিল্যান্ডের প্রাপ্তি বলতে গেলে শূন্য । শুরুতেই স্টার্কের গতির কাছে পরাভূত হয়ে ফিরে যান ক্যাপ্টেন ম্যাককুলাম । তীব্র গতিতে লাইন লেন্থ ঠিক রেখে বল করছিলেন স্টার্ক । কিউই অধিনায়ক দেখেশোনে না খেলে কেমন জানি এলোপাতাড়ি চালাতে লাগলেন । এক পর্যায়ে ৩৯ রানেই ফিরে যান গাপটিল -উইলিয়ামসনও । ৩৯ রানের ৩ উইকেট হারানো নিউজিল্যান্ডকে এরপর টেনে তোলে টেইলর-এলিয়ট জুটি । ১১১ রানের জুটি গড়ে লড়াই করার মত পূঁজি এনে দেয়ার সম্ভবনা ভালোভাবেই তৈরি করেছিলেন তারা। ৩৫ ওভারে রান যখন ৩ উইকেটে ১৫০ তখন ২৮০ রান করা আশা করতেই পারত তারা । তবে ফকনারের জোড়া আঘাতে খেই হারিয়ে ফেলে প্রথমবার ফাইনালে খেলা ব্লাক ক্যাপসরা ।
১৫০-৩ থেকে ১৮৩ তেই গুটিয়ে যান তাঁদের ইনিংস । শেষ ভরসা হয়ে ৮৩ রান করে আউট হন গ্রান্ট এলিয়ট । অস্ট্রেলিয়ার পক্ষে জনসন ও ফকনার ৩টি করে , স্টার্ক ২টি এবং ম্যাক্সওয়েল একটি উইকেট লাভ করেন ।
আপনার মন্তব্য