
২৯ মার্চ, ২০১৫ ১৬:৪০
এবারের বিশ্বকাপে রানের বন্যা বয়ে গেলেও কোন ব্যাটসম্যান নয় ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন একজন পেসার । ২২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বজয়ের সবচেয়ে বড় ভূমিকা রাখা মিশেল স্টার্কই পরেছেন সেরার মুকুট । ৮ ম্যাচে ৩.৫২ ইকোনমিতে ২২ উইকেট নেয়া বাঁহাতি স্টার্ক টুর্নামেন্টের সবচেয়ে গতিশীল বোলারও । স্টার্ক এর সমান ২২ উইকেট পেলেও ট্রেন্ট বোল্টের গড় স্টার্কের চেয়ে কিছুটা খারাপ হওয়ায় স্টার্কই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে বিবেচিত হবেন ।
নিয়মিত ১৫০কিমি গতিতে বল করে কাঁপিয়ে দিয়েছেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের । অস্ট্রেলিয়ার পিচ পেসারদের জন্য স্বর্গ হলেও এবারের বিশ্বকাপে বেশিরভাগ পিচ বানানো হয়েছিল ব্যাটসম্যানদের সুবিধা দিয়ে । টুর্নামেন্টে একাধিক বার হয়েছে ৪০০ রানের বেশি দলীয় সংগ্রহ । ২টি ডাবল সেঞ্চুরী করেছেন ২জন ব্যাটসম্যান । কুমার সাঙ্গাকারা ওঁ মার্টিন গাপটিল করেছেন প্রায় সাড়ে ৫ শতাধিক রান । তবে নির্বাচকদের নজরে আলাদা করেই জায়গা পেয়েছেন স্টার্ক । তাঁর বোলিং মনে করিয়ে দিয়েছেন কিংবদন্তি পেসারদের কথাও ।
আপনার মন্তব্য