সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০৯:৫০

জাপানে ৪৪তম গলফার সিদ্দিকুর

জাপানের এশিয়া-প্যাসিফিক ডায়মন্ড কাপে যৌথভাবে ৪৪তম হয়েছেন গলফার সিদ্দিকুর রহমান। 

ব্রাজিলের রিও ডি জেনেইরোর অলিম্পিক খেলে আসার পর এবারই প্রথম কোনো টুর্নামেন্টে গলফ কোর্সে নেমেছিলেন সিদ্দিকুর।

অলিম্পিকের আসরে ৫৮তম হয়ে দেশে ফিরেছিলেন তিনি।

প্রায় ১৩ লাখ ডলার প্রাইজমানির আসরে চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে তিন শট বেশি খেলেন বাংলাদেশের এই গলফার। 

এর আগে এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জিতেছিলেন তিনি। তবে, এবার জাপানের ইবারাকি কান্ট্রি ক্লাবের ওয়েস্ট কোর্সে চতুর্থ ও শেষ রাউন্ডে তিনটি বার্ডি ও চারটি বোগি করে ৪৪তম অবস্থান নিশ্চিত করেন সিদ্দিকুর।

চাইনিজ তাইপের চ্যান শিহ-চ্যাঙ সব মিলিয়ে পারের চেয়ে ১০ শট কম খেলে এ আসরে সেরা হয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত