স্পোর্টস ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৩১

‘মোস্তাফিজ নেই বলেই ম্যাচসেরা হয়েছি’

ব্যাটিংয়ে ৪০ বলে ৪৮ রান। বল হাতে ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়ে দুই উইকেট। সেই সাথে তিন ফরম্যাটেই দেশের সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ম্যাচ সেরা হতে আর কি লাগে সাকিবের।

তবে ম্যাচ পরবর্র্তী সংবাদ সম্মেলনে দুষ্টুমির ছলে সাকিব বলেন, ‘মোস্তাফিজ নেই বলেই ম্যাচসেরা হয়েছি।’ কথাটা মজার ছলে হলেও গত কিছুদিন এটাই হয়ে দাঁড়িয়েছিল নিয়মিত চিত্র। মোস্তাফিজুর রহমান দলে থাকলে ম্যাচ সেরার পুরস্কারের তার হাত উঠাই যেন নিয়মে রূপ পেয়েছিল।

সংবাদ সম্মেলনে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার আরও বলেন,  "যে কোনো অর্জন বা স্বীকৃতি পেলে তো ভালো লাগে তবে যেটা বলছিলাম যে মূল কাজ হলো অবদান রাখা। নিয়মিত অবদান রাখলে ফল এমনিতেই আসবে। এটা আসলে চিন্তা করার বিষয় নয়, ম্যান অব দ্য ম্যাচ তো কেউ বলে হতে পারে না। আপনি অবদান রাখার চেষ্টা করবেন, দিনশেষে সব থেকে বেশি অবদান রাখতে পারলে সেরা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।"

আপনার মন্তব্য

আলোচিত