ক্রীড়া প্রতিবেদক

০১ অক্টোবর, ২০১৬ ১৬:০১

সিলেটে সেরা সাঁতারুর ইয়েস কার্ড পেলেন ২৫ জন

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে সিলেট ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায়
নগরীর যতরপুরের সিলেট সিটি কর্পোরেশনে পুকুর প্রাঙ্গণে সকালে অনুষ্ঠিত হয়ে গেল সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা “সেরা সাঁতারুর খোজে বাংলাদেশ।”

এই প্রতিযোগিতায় সিলেট জেলার ১১৪ জন ছেলে ও ১৪ জন মেয়ে সাঁতারু অংশ নেন। এর মধ্যে ১৯ জন ছেলে ও ৬ জন মেয়ে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হয়। তাদেরকে ঢাকায় নিয়ে পরবর্তী প্রশিক্ষণ দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস  এম ফেরদৌসের সভাপতিত্বে সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতায় অরো অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নৌবাহিনীর কমান্ডার এস এম মাহমুদুর রহমান, লে. কমান্ডার এম নাঈমুল হক, এম নাহিদ হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, ক্রীড়া সংস্থার সদস্য বিজিত চৌধুরী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশে এই ধরনের বিভিন্ন প্রতিযোগিতার কার্যত্রুম চালু থাকলে বাংলাদেশের ছেলে মেয়েরা খুব সহজে এই সব প্রতিযোগিতার মাধ্যমে বিদেশের কাছে বাংলাদেশের সুনাম তুলে ধরতে পারবে।

বাংলাদেশের ছেলে মেয়েদের জন্য এই ধরনের সুযোগের ব্যবস্থা করে দেওয়ায় প্রধান অতিথি বাংলাদেশ সুইমিং ফেডারেশনকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানান ।

আপনার মন্তব্য

আলোচিত