ক্রীড়া প্রতিবেদক

১৬ অক্টোবর, ২০১৬ ১৭:৫৬

প্রথম টেস্টের স্কোয়াডে মাত্র দুই পেসার

মাত্র দুই পেসার নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হয়েছে। দলে নতুন মুখ পেসার কামরুল ইসলাম রাব্বি, অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ও উইকেট রক্ষক নুরুল হাসান সোহান। আছে স্পিনিং অলরাউন্ডারের ছড়াছড়ি।

সর্বশেষ খেলা টেস্ট থেকে এসেছে বেশ কিছু পরিবর্তন। ফিট না হওয়ায় দলে নেই পেসার মোহাম্মদ শহীদ। আগের টেস্টগুলোতে ভালো করলেও রাখা হয়নি উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন দাসকে। জানানো হয়েছে ইনজুরিতে পড়ে খেলার মত এখনো ফিট নন তিনি, যদিও বিসিবি চিকিৎসকের মত ছিল ভিন্ন।

জায়গা পাননি আল-আমিন হোসেন ও  রুবেল হোসেন। টেস্টেও রাখা হয়েছে শফিউল ইসলামকে।  এছাড়া দলে আছেন অনুমিত বাকি সবাই। টেস্ট দলে নেয়া হয়েছে সাব্বির রহমনাকেও। ওয়ানডেতে রান না পেলেও দীর্ঘ পরিসরে জায়গা ধরে রেখেছেন সৌম্য সরকার।


প্রথম টেস্টের বাংলাদেশ দল

মুশফিকুর রহীম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, শফিউল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, নুরুল হাসান।

আপনার মন্তব্য

আলোচিত