স্পোর্টস ডেস্ক

২৮ অক্টোবর, ২০১৬ ১৩:২৮

বাংলাদেশের নিরাপত্তা দেখতে ঢাকায় অস্ট্রেলিয়ার প্রধান নিরাপত্তা পর্যবেক্ষক

নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে না এলেও ইংল্যান্ডে ঠিকই এসে নির্বিঘ্নে খেলে যাচ্ছে। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় পুরোপুরি সন্তুষ্টির কথা বারবার জানিয়ে আসছে ইংল্যান্ড। আসলেই সেটা সত্যি কিনা এবার সেটাই দেখতে এলেন  অস্ট্রেলিয়ার প্রধান নিরাপত্তা পর্যবেক্ষক শিন ক্যারল।  তিনিও সন্তুষ্ট হলেই যে আগামী বছর অস্ট্রেলিয়ার সাথে স্থগিত সিরিজটি মাঠে গড়ানোর কথা।

ক্যারোলের বাংলাদেশ সফর প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী ক্রিকইনফোকে বলেন, ‘আমরা ক্যারোলের সফর সম্পর্কে আগে থেকেই জানতাম। তিনি এসেই বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের নিরাপত্তা ব্যবস্থাকে স্বচক্ষে দেখতে চেয়েছেন। আরো কিছুদিন তিনি এখানে থাকবেন।’

ইংল্যান্ড ক্রিকেট দলের কর্মকর্তাদের সঙ্গে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ক্যারল। ধারণা করা হচ্ছে, আজ শুরু হতে চলা বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও মাঠে উপস্থিত থাকবেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিরাপত্তা কর্মকর্তা।

আপনার মন্তব্য

আলোচিত