ক্রীড়া প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০১৬ ১৩:৩৮

তামিমের অষ্টম সেঞ্চুরি

১০৪ রানের দারুণ এক ইনিংস খেলে আউট হয়ে গেছেন তামিম ইকবাল। পরে ৬৬ রান করে আউট হয়েছেন মুমিনুলও।

ব্যাটিং করতে নেমে প্রথম ১৮ বলে কোন রানই করলেন না। সময় নিলেন, সেট হলেন। তারপরের ১২২ বল থেকেই ১০১ রান করলেন দৃষ্টিনন্দন ১২টি চারে। ওয়ানডের মত স্ট্রাইক রেট, কিন্তু কোন ভুল শট খেলেননি। চমৎকার ক্লাসিক্যাল সব শটে ইংলিশ বোলারদের তুলোধুনো করে তুলে নিয়েছেন টেস্টে নিজের অষ্টম সেঞ্চুরি। এটি ইংল্যান্ডের বিপক্ষে তামিমের ৩য় শতক।

ইংল্যান্ডের বিপক্ষে বরাবরই তামিম দুরন্ত। সেঞ্চুরি থেকে ৭ রান দূরে মঈন আলীকে টানা দুই বলে দুই চার মেরে সেঞ্চুরি। এতটাই মোহনীয় ছিল ওই দুই শট, ধারাভাষ্যকার বলে উঠলেন- 'ম্যাজিস্টিক'।

তবে সেঞ্চুরিকে বেশি দূর টানতে পারলেন না। ১০৪ রন করে মঈন আলীর বলে মিস জাজ হয়ে ফিরেন তিনি। তবে রিপ্লেতে দেখা গেছে, ধর্মসেনা আউট না দিলেই রিভিউতেও বেঁচে যেতেন তামিম। তামিমের আউটে ভাঙলো দ্বিতীয় উইকেটে তামিম-মমিনুলের ১৭০ রানের জুটি। তামিম ফেরার পর মইন আলীর বল বুঝতে না পেরে বোল্ড হয়ে যান দারুণ খেলতে থাকা মুমিনুলও। তখন দলীয় স্কোর ছিল ১৯০।

আপনার মন্তব্য

আলোচিত