সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

১৩ এপ্রিল, ২০১৫ ১৮:৩১

এক মাসের জন্যে বাংলাদেশে পাকিস্তান!

পূর্ণাঙ্গ সফরে বাংলাদেশ এসেছে পাকিস্তান ক্রিকেট দল। সফরে তারা তিনটি ওয়ানডে, দুটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি খেলবে। বাংলাদেশে অবস্থান করবে প্রায় এক মাস।

সোমবার (১৩ এপ্রিল) বেলা সোয়া বারোটার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি হোটেল সোনারগাঁওয়ে চলে যায় পাকিস্তান দল।

প্রথমেই হবে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের সিরিজের সবকটি খেলাই হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। ১৭ এপ্রিল প্রথম ওয়ানডে, ১৯ এপ্রিল দ্বিতীয় আর ২২ এপ্রিল হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। ওয়ানডে সিরিজে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন আজহার আলি।

২৪ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি। এই ম্যাচে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন শহিদ আফ্রিদি।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি খুলনায় শুরু হবে ২৮ এপ্রিল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৬ মে। টেস্ট সিরিজে পাকিস্তান খেলবে মিসবাহ-উল-হকের নেতৃত্বে।

সিরিজের প্রথম দুটি ওয়ানডের জন্য ইতোমধ্যেই বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি।

আপনার মন্তব্য

আলোচিত