ক্রীড়া প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০১৬ ২২:০৫

চট্টগ্রামে গিয়েও হারল কুমিল্লা ভিক্টোরিয়ান্স

এবার কিছুতেই কিছু হচ্ছে না বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। ঢাকা পর্বের প্রথম ধাপের সব ম্যাচ হেরে চট্টগ্রাম পর্বে গিয়েও জয়ের ধারায় ফিরতে পারেনি মাশরাফির দল। শুক্রবার রংপুর রাইডার্সের কাছে ৯ উইকেটে হেরে টানা পঞ্চম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা। এই পরাজয়ের ফলে কোয়ালিফাইং রাউন্ড খেলা কুমিল্লার জন্য অনেকটাই অসম্ভব হয়ে গেল।

আগের চার ম্যাচে পরে ব্যাট করে হারা ভিক্টোরিয়ান্স এবার টস হেরে আগে ব্যাট করে মন্থর ব্যাটিং করতে থাকে। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ১২২ রান। ৫২ রান করে করেন স্যামুয়েলস ও শেহজাদ। তবে দুজনেই টি-২০ মেজাজের বিরুদ্ধে ধীর গতির ব্যাটিং করে ২০ ওভার কাটিয়ে দেন।

১২৩ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে সৌম্য সরকারের শুরুর ঝড়ে ভালো অবস্থান তৈরি হয় রাইডার্সের। ১৫ বলে ২২ রান করে সৌম্য আউট হয়ে গেলেও মোহাম্মদ শেহজাদ ও মোহাম্মদ মিথুন মিলে বাকি কাজটা শেষ করেছেন। শেহজাদ ৫১ ও মিথুন ৪৫ রানে অপরাজিত ছিলেন। 

আপনার মন্তব্য

আলোচিত