সিলেটটুডে ডেস্ক

১৬ এপ্রিল, ২০১৫ ২২:৫৬

এশিয়া কাপের ফরম্যাট বদল

বদলে গেল ২০১৬ এশিয়া কাপের ফরম্যাট। পরবর্তী এশিয়া কাপ হবে টি-২০ ফরম্যাটে। বৃহস্পতিবার এই কথা ঘোষণা করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহি কর্মকর্তা সৈয়দ আশরাফুল হক। প্রসঙ্গত, আগামী বছরই টি-২০ বিশ্বকাপ। তার প্রস্তুতি পর্ব হিসাবেই এশিয়া কাপকে ২০/২০ ফরম্যাটে করার সিদ্ধান্ত বলে জানান তিনি।

তবে ২০১৮ এশিয়া কাপ ফের ৫০ ওভারেই হবে। কারণ ২০১৯ সালে বিশ্বকাপ রয়েছে। কিন্তু ফের ২০২০ সালে আবার খেলা হবে টোয়েন্টি-টোয়েন্টি ফরম্যাটে। এ দিন আশরাফুল বলেন, “যেহেতু ২০১৬ তে টি-২০ বিশ্বকাপ রয়েছে তাই পরের বছরের এশিয়া কাপ টি-২০ ফরম্যাটে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজক দেশ এখনও ঠিক হয়নি। ২০২০ সালে আবার টুর্নামেন্ট টোয়েন্টি-২০ ফরম্যাটে হবে। আর ২০২২ সালে টুর্নামেন্ট হবে ৫০ ওভারে।”

আশরাফুল আরও জানান, ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা ছাড়াও যাতে আফগানিস্তান, নেপাল, হংকং ও আরব আমিরাতের মতো দল এশিয়া কাপ খেলতে পারে তাই এই নিয়ম পরিবর্তন।

আপনার মন্তব্য

আলোচিত