স্পোর্টস ডেস্ক

০৭ ডিসেম্বর, ২০১৬ ১২:৫৬

ঢাকা অধিনায়ক সাকিবকে জরিমানা

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় শাস্তির মুখে পড়েছেন সাকিব আল হাসান। জরিমানা করা হয়েছে তাঁকে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ার ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে আম্পায়ারের একটি সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন সাকিব। আবু জায়েদ রাহির বলে খুলনার ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচারের বিপক্ষে এলবিডাব্লিউয়ের আবেদন করে ঢাকা। কিন্তু আম্পায়ার সেই আবেদনে সাড়া না দিলে ক্ষোভ প্রকাশ করেন ঢাকার ক্রিকেটাররা। এর মধ্যে সবচেয়ে বেশি অসন্তোষ প্রকাশ করেন দলটির অধিনায়ক সাকিব।

ম্যাচ শেষে সাকিবের বিরুদ্ধে অভিযোগ আনেন মাঠের দুই আম্পায়ার মাহমুদ ও নাদির শাহ, তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমান ও চতুর্থ আম্পায়ার মাহফুজুর রহমান। পরে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয় ঢাকা ডায়নামাইটস অধিনায়ককে। সেই সঙ্গে তাঁর নামের পাশে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।

মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে খুলনাকে ৫৪ রানে হারিয়ে ফাইনালে উঠেছে ঢাকা ডায়নামাইটস। আজ বুধবার (৭ ডিসেম্বর) দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহী কিংস ও খুলনা টাইটান্সের মধ্যে যে দল জিতবে, তাদের বিপক্ষে শুক্রবার সন্ধ্যায় শিরোপার লড়াইয়ে নামবে সাকিবের ঢাকা ডায়নামাইটস।

আপনার মন্তব্য

আলোচিত