স্পোর্টস ডেস্ক

০৮ ডিসেম্বর, ২০১৬ ১৬:৪৮

আর ১৮ মিনিট বিমানে থাকলেই প্রাণ যেতো মেসিদের!

গোট ব্রাজিল জুড়ে এখন শোকের ছায়া। কলম্বিয়ার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রাজিল ক্লাব ফুটবলের বেশ কয়েকজন খেলোয়াড়। কিন্তু এই শোক হয়তো আর্জেটিনায় হতে পারতো! ব্রাজিলিয়ান ক্লাব শাপেকোয়েনস ফুটবলারদের মৃত্যুর মাত্র দু’সপ্তাহ আগে অভিশপ্ত সেই বিমানে চেপেই লিওনেল মেসিসহ আর্জেন্টিনার জাতীয় দল ব্রাজিল থেকে বুয়েনস আইরেসে ফিরেছিলেন। ব্রাজিলের সংবাদমাধ্যম ফোলহা দি সাও পাওলো ফাঁস করেছে এই তথ্য।

তারা জানায়, মেসিরা আরও ১৮ মিনিট আকাশে থাকলে তাদের বিমানও পুরো আর্জেন্টিনা দলকে নিয়ে ভেঙে পড়ত! শাপেকোয়েনস ফুটবলারদের মতোই হয়তো মৃত্যু হতো মেসিদের! ব্রাজিলের সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, মেসিদের বিমানে যতটা জ্বালানি ভরা হয়েছিল তাতে বিমানটি চলতে পারত ৪ ঘণ্টা ২২ মিনিট।

রাশিয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিলের কাছে হেরে নিজ দেশের রাজধানী বুয়েনস আইরেসে ফেরার সময় মেসিরা ওই বিমানে ছিলেন ৪ ঘণ্টা ৪ মিনিট!

শাপেকোয়েনসের ফুটবলারদের নিয়ে একই সংস্থার বিমান বলিভিয়ার বিমানবন্দর থেকে প্রয়োজনীয় জ্বালানি না ভরেই মেডেলিনের দিকে রওনা হয়েছিল। কিন্তু মেডেলিনে নামার আগেই বিমানটি ভেঙে পড়ে।  বলিভিয়ার পুলিশ এই ঘটনার তদন্তে নেমে বুধবার ওই বিমান সংস্থার মালিকসহ তিনজনকে গ্রেফতার করেছে।

বলিভিয়ার পুলিশ বিভাগের একজন মুখপাত্র সেলিয়া কাস্তেদো জানিয়েছেন, বলিভিয়া থেকে বিমান রওনা হওয়ার আগে তিনি পাইলটকে সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করেছিলেন!

এর আগে পুরো বিশ্ব ফুটবলকে কাঁদিয়ে কোপা সুদামেরিকানার ফাইনালে খেলতে যাওয়ার পথে মর্মান্তিক সেই বিমান দুর্ঘটনায় ব্রাজিলের ক্লাব শাপেকোয়েনসের অধিকাংশ ফুটবলার চলে গেছেন না-ফেরার দেশে। বিমান দুর্ঘটনায় ১৯ জন ফুটবলারকে হারিয়েছে শাপেকোয়েনস। তিন ফুটবলার বেঁচে থাকলেও তাদের একজনের ডান পা কেটে ফেলতে হয়েছে।

৮১ আরোহী নিয়ে কলম্বিয়ায় প্লেনটি ফুয়েল সরবরাহ সঠিকভাবে না হওয়ায় বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা যায়। প্লেনটি বিধ্বস্ত হওয়ার স্থান থেকে মাত্র পাঁচ মাইল দূরত্বে এয়ারপোর্টের অবস্থান ছিলো। লামিয়া বলিভিয়া নামে এলএমআই ২৯৩৩ ফ্লাইটটিতে সাংবাদিকসহ ৭১ জন নিহত হন। এদের মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও পরে হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান। প্লেনটিতে ২১ জন সাংবাদিক ফুটবল ম্যাচ কাভারেজের জন্য খেলোয়াড়দের সঙ্গে যাচ্ছিলেন।

এদিকে, ব্রাজিলের ফুটবল ফেডারেশন শাপেকোয়েনসকে প্রস্তাব দিয়েছে যে, প্রিমিয়ার লিগ থেকে এই মৌসুমে দলের অবনমন হলেও তাদের প্রিমিয়ার লিগেই রাখা হবে। কিন্তু শাপেকোয়েন্স জানিয়ে দেয়, এই প্রস্তাবে তারা রাজি নয়। অবনমন হলে তারা দ্বিতীয় ডিভিশনেই খেলবে।

আপনার মন্তব্য

আলোচিত