ক্রীড়া প্রতিবেদক

১১ ডিসেম্বর, ২০১৬ ১৪:০৯

কোহলির ‘বিরাট’ ইনিংসে রানের পাহাড়ে ভারত

মুম্বাই টেস্টে সফরকারী ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা ৪০০ রানের জবাবে বিরাট কোহলির ডাবল সেঞ্চুরিতে ৬৩২ রানে থেমেছে ভারতের প্রথম ইনিংস।

ভারত অধিনায়কের ২৩৫ রানের ইনিংস ছাড়াও উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয় ও অলরাউন্ডার জয়ন্ত যাদবও হাঁকিয়েছেন শতক।  ফলে প্রথম ইনিংসে ২৩২ রানের বিশাল লিড পেয়েছে স্বাগতিকরা।

নবম ব্যাটসম্যান হিসেবে আউট হবার পর কোহলির নামের পাশে ছিল ২৫টি দৃষ্টিনন্দন চার ও একটি বিশাল ছক্কা। তৃতীয় উইকেট জুটিতে মুরালি বিজয়ের সাথে ১১৬ রানের জুটি গড়ে বড় কিছুর ইঙ্গিত দিয়ে রাখেন তিনি। বিজয় ১৩৬ রান করে আদিল রশিদের বলে ফিরে যান। একপ্রান্তে টিকে থাকা কোহলি অষ্টম উইকেটে   জয়ন্দ যাদবকে নিয়ে গড়ে তুলেন ২৪১ রানের জুটি। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৮ম উইকেটে ৭ম সেরা জুটির রেকর্ড। কোহলির সাথে উইকেটে পড়ে থেকে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নেন যাদব।

প্রায় ৫৯ ওভার স্থায়ী এই জুটিতেই মূলত দুদলের ব্যবধান তৈরি হয়ে যায়।২৩১ রানে পিছিয়ে থেকে  চতুর্থ দিনের শেষ সেশনে ব্যাটিং করছে ইংল্যান্ড।

আপনার মন্তব্য

আলোচিত