স্পোর্টস ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০১৬ ১২:২৮

আলো থেকে অন্ধকার জগতে : আদ্রিয়ানো এখন বস্তিবাসী!

প্রথম ফুটবল বিশ্বের নজরে পড়েছিলেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোতে খেলার সময়। ব্রাজিলিয়ান সুপারস্টার রোনালদো-রোনালদিনহোর পর তাদের জায়গা নিতে উঠে আসছেন আরেক প্রতিভা- এমনটাই ভাবা হয়েছিলো। তাঁর দিকে চোখ পড়েছিলো ইউরোপের বড় ক্লাবগুলোরও। সেই সুবাদে ফ্ল্যামেঙ্গো থেকে পাড়ি জমান ইন্টার মিলানে। এরপর ফিরেন্টিনা ঘুরে পারমা, তারপর আবার ইন্টারে ফেরা। ততদিনে ক্লাব আর আন্তর্জাতিক ফুটবলে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।

নাম তাঁর আদ্রিয়ানো। ২০০৫ সালে কনফেডারেশনস কাপের সেরা ফুটবলার ও সর্বোচ্চ গোলদাতার দুটি পুরস্কার জিতেছিলেন তিনি। একক কৃতিত্বে সেমিফাইনালে জার্মানি আর ফাইনালে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে ব্রাজিলকে এনে দেন শিরোপা।

কিন্তু এরপরই প্রতিভার পতন! ছুটিতে গেলে ফিরতেন না সহজে, করতেন অতিরিক্ত মদ্যপান। এসবে অতিষ্ঠ হয়ে তাঁর ক্লাব ইন্টার মিলান তাকে পাঠিয়ে দেয় সাও পাওলোতে। এরপর আর ফেরা হয়নি আদ্রিয়ানোর। মাঝখানে অল্প সময় ইতালির ক্লাব রোমায় খেললেও ধীরে ধীরে আরও তলিয়ে যান তিনি। পা বাড়ান অন্ধকার জগতের দিকে। একবার গ্রেপ্তার হন মাদক পাচারের দায়ে।

বিশ্ব ফুটবল যাকে রাজপুত্রের আসনে বসাতে চেয়েছিলো, সেই আদ্রিয়ানোর বাস এখন রিওর এক বস্তিতে। স্থানীয় সংবাদমাধ্যমে উঠে এসেছে তাঁর বস্তিবাসের চিত্র। নিজের সুরক্ষায় স্থানীয় 'রেড কমান্ড গ্যাং'-কে নাকি নিয়মিত মাসোহারাও দেন তিনি। এমনকি রাইফেল হাতে আদ্রিয়ানোর হাসিমুখের ছবিও এসেছে পত্রিকায়।

সর্বনাশা মাদক কেড়ে নিয়েছে আদ্রিয়ানোর সব, কেড়ে নিয়েছে তাকে ফুটবল থেকে। এবং বলাই বাহুল্য, ফুটবল সমর্থকরাও বঞ্চিত হলেন এক সম্ভাব্য প্রতিভার যাদু দেখা থেকে।

আপনার মন্তব্য

আলোচিত