ক্রীড়া প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০১৬ ১৫:১০

বিজয় দিবসে প্রীতি ম্যাচের শহীদ জুয়েল ও শহীদ মোশতাক একাদশ ঘোষণা

প্রতিবারের মত এবারও বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ক্রিকেটার জুয়েল ও সংগঠন মোশতাক স্মরণে প্রীতি ম্যাচের খেলোয়াড় তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ড সফর, জাতীয় লীগ ও যুব এশিয়া কাপের কারণে এবার বর্তমান ক্রিকেটারদের পাওয়া যাচ্ছে না। তাই সাবেক ক্রিকেটাররাই মুখোমুখি হবে টি-টোয়েন্টি ম্যাচে।

শহীদ জুয়েল একাদশকে নেতৃত্ব দেবেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও শহীদ মোশতাক একাদশের নেতৃত্বভার থাকছে আরেক সাবেক অধিনায়ক আকরাম খানের কাছে। শহীদ জুয়েল একাদশের
টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন আতাহার আলী খান, কোচ হিসেবে থাকছেন দীপু রায় চৌধুরী। আর মোশতাক একাদশের ম্যানেজারের ভূমিকায় থাকছেন জাহিদুল হক মাসুম। কোচের দায়িত্বে ওয়াহিদুল গনি।

শহীদ জুয়েল একাদশ: শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাভেদ ওমর বেলিম, মেহরাব হোসেন অপি, জাহাঙ্গির আলম, হাসানুজ্জামান, নিয়ামুর রশিদ রাহুল, ফারুক আহমেদ,  এনামুল হক মনি, খালেদ মাসুদ পাইলট  (অধিনায়ক),
মোহাম্মদ আলী, মোরশেদ আলী খান ইমন, সাইফুদ্দিন আহমেদ বাবু, তালহা জুবায়ের, আনিসুর রহমান।

শহীদ মোশতাক একাদশ: হারুনুর রশিদ লিটন, হান্নান সরকার, হাবিবুল বাশার, আকরাম খান (অধিনায়ক), মিনহাজুল আবেদিন নান্নু, নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন, জামাল উদ্দিন বাবু, আলমগীর কবির, সাইফুল ইসলাম, মোহাম্মদ রফিক, সাজ্জাদ আহমেদ শিপন, সাইফুল্লাহ খান জেম,  হাসিবুল হোসেন শান্ত।

আপনার মন্তব্য

আলোচিত