স্পোর্টস ডেস্ক

১২ জানুয়ারি, ২০১৭ ১৯:৩১

প্রথম ওয়ানডে হারলো বাংলাদেশের মেয়েরা

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশের নারী দল। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুটা মোটেও ভালো হয়নি রুমানা-জহানারাদের। হার দিয়েই সিরিজটা শুরু করেছে বাংলাদেশের নারী দল।

বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দল ৮৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে। দক্ষিণ আফ্রিকার করা ২৫১ রানের জবাবে স্বাগতিকদের ইনিংস থেমে যায় ১৬৫ রানে।

সালামা-জাহানারারা টস জিতে প্রতিপক্ষ দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়ে খুব একটা সুবিধা করতে পারেননি। সফরকারীরা বাংলাদেশের সামনে ২৫২ রানের বড় লক্ষ্য ছুড়ে দেয় তাদের দুই ওপেনারের ব্যাটিং দৃঢ়তায়।

শুরুতেই বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পরে স্বাগতিকরা। দলীয় মাত্র ৫ রানের মাথায় প্রথম উইকেট হারিয়ে বসে বাংলাদেশের নারী দল।

স্বাগতিকরা ৫০ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে ১৬৫ রান করে। স্বাগতিকদের হয়ে নিগার সুলতানা সর্বোচ্চ ৫৯ রান করেন।

 

আপনার মন্তব্য

আলোচিত