ক্রীড়া প্রতিবেদক

১৩ জানুয়ারি, ২০১৭ ১১:০২

সাকিবের দুর্দান্ত ডাবল সেঞ্চুরি

Getty Images

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউ জিল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছেন সাকিব আল হাসান।

২৫৩ বলে তাঁর এ ডাবল সেঞ্চুরি বাংলাদেশের পক্ষে তৃতীয় ডাবল। এর আগে তামিম ইকবাল ও মুশফিকুর রহিম বাংলাদেশের পক্ষে ডাবল সেঞ্চুরি করেছিলেন।

প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে মমিনুল হক ব্যক্তিগত ৬৪ রানে আউট হয়ে গেলে এরপর শুরু হয় সাকিব-মুশফিকের চোখ ধাঁধানো ব্যাটিং। নিউজ জিল্যান্ডের বোলারদের হতাশ করে দিয়ে বাংলাদেশকে নিয়ে যান রানের পাহাড়ে।

সাকিব ও মুশফিকের জুটিতে বাংলাদেশের পক্ষে যেকোনো উইকেট জুটির রেকর্ড করেন। সাকিব-মুশফিক জুটি ৩৫৯ রান যোগ করেন। মুশফিক ২৬০ বলে ১৫৯ রান করেন।

এ ম্যাচে সাকিব তামিম ইকবালের সর্বোচ্চ রানের রেকর্ড ভঙ্গ করেন। তামিম দেশে পাকিস্তানের বিপক্ষে করেছিলেন ২০৬ রান। শেষ পর্যন্ত দলের রান ৫৩৬/৬-এ রেখে সাকিব আউট হন ব্যক্তিগত ২১৭ রানে। সাকিব ২৭৬ বলের তাঁর এ ইনিংসটি সাজান ৩১টি দুর্দান্ত চারে।

২৯২৯ রান নিয়ে ওয়েলিংটন টেস্ট শুরু করেছিলেন সাকিব আল হাসান। মিচেল স্যান্টনারের বলে এক রান তাকে পৌঁছে দেয় ৩ হাজারের মাইলফলকে। ডাবল সেঞ্চুরির ইতিহাস গড়ার পথে টিম সাউদিকে চার হাঁকিয়ে ৮৬ বলে ক্যারিয়ারের ২০তম হাফ সেঞ্চুরি করেন সাকিব। তারপর ১৫০ বলে ১৩ বাউন্ডারিতে ক্যারিয়ারে চতুর্থবারের মত ১০০ রানের ম্যাজিক ফিগারে পৌঁছান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

এরপর সেই সেঞ্চুরিকে পরিণত করেন ডাবল সেঞ্চুরিতে। এটা সাকিবের প্রথম ডাবল সেঞ্চুরি।

টেস্ট ক্রিকেটে সাকিব সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৪ সালের ১৯ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা টেস্টে। সাকিবের প্রথম সেঞ্চুরিটি ছিল নিউ জিল্যান্ডের বিপক্ষেই। সেটা ২০১০ সালে হ্যামিল্টন টেস্টে।

আপনার মন্তব্য

আলোচিত