ক্রীড়া প্রতিবেদক

২৭ জানুয়ারি, ২০১৭ ১১:৪২

বাংলাদেশকে নিরাপদে রাখল অস্ট্রেলিয়া!

অস্ট্রেলিয়ার সাথে আর একটা ওয়ানডে জিতলেই বাংলাদেশকে সরিয়ে র‍্যাংকিংয়ের সাথে উঠে যেত পাকিস্তান। তবে শেষ ৪ ম্যাচ জিতে পাকিস্তানকে আটেই রাখল স্টিভেন স্মিথের দল।  

২০১৯ বিশ্বকাপের বাছাই এড়াতে বাংলাদেশ, পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে চলছে নীরব লড়াই। নিউ জিল্যান্ডে সব ওয়ানডে হেরে ৪ রেটিং পয়েন্ট খোয়ানোর পর র‍্যাকিংয়ে পিছিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ। সেই শঙ্কা আরও বেড়ে যায় ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে পাকিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলে। বাংলাদেশের ৯১ রেটিং পয়েন্টের ঘাড়েই ৯০ রেটিং পয়েন্ট নিয়ে নিশ্বাস ফেলছিল পাকিস্তান।  তবে ৫ম ম্যাচে অসিরা ৫৭ রানে জিতে যাওয়ায় ৮৯ রেটিং পয়েন্টে ফেরত যায় আজহার আলিরা।

পাকিস্তানের পরে ৮৬ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশ নিতে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত র‍্যাকিংয়ের ৮ নম্বরে থাকতে হবে বাংলাদেশকে । স্বাগতিক ইংল্যান্ড ও র‍্যাংকিংয়ের বাকি সাত শীর্ষ দল ২০১৯ বিশ্বকাপ সরাসরি খেলার সুযোগ পেলেও বাকি দুদলকে সহযোগী সদস্য চার দেশের সাথে বাছাই পর্ব খেলে মূল পর্বে উঠতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত